সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত
- আপডেট টাইম : ০৬:৩৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ২৩২ ৫০০০.০ বার পাঠক
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকায়।
আজ বুধবার (২৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কের পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাঁদের ছেলে হায়দার আলী (৫০), একই গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৩০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।
স্থানীয়রা জানায়, সকালে দুইজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোভ্যান পাঁচলিয়া এলাকায় ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় রাজশাহীগামী রড বোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও দুই যাত্রী মারা যায়।
হাইওয়ে থানার কর্মকর্তা জানান, সকালে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় শনাক্ত করা সম্ভব হয়নি।