মোংলার কৃষিজমি রক্ষার দাবীতে বাগেরহাট ডিসিকে স্মারকলিপি দিলেন কৃষকরা
- আপডেট টাইম : ০২:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ২৯৪ ৫০০০.০ বার পাঠক
মোংলা ( বাগেরহাট ) থেকে মো : ওমর ফারুক : মোংলার চিলা ইউনিয়নের সাতশো একর কৃষিজমি বন্দর কর্তৃক পশুর নদ ড্রেজিংয়ের বালু থেকে রক্ষার দাবীতে বাগেরহাটের ডিসি মোঃ আজিজুর রহমানকে স্মারকলিপি দিলেন কৃষকরা। ২৩ আগস্ট সোমবার সকালে বাগেরহাট ডিসি অফিসে মোংলার চিলা ইউনিয়ন কৃষিজমি রক্ষা কমিটির পক্ষ থেকে চারশো জমির মালিকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি ডিসি মোঃ আজিজুর রহমানের কাছে প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে চিলা ইউনিয়ন কৃষিজমি রক্ষা কমিটির মাফতুন আহমেদ মুকুল, জালালউদ্দিন হাওলাদার, আবু হানিফ ফকির, হুমায়ুন কবির, মোঃ আলম গাজী, বিজন কুমার বৈদ্য, মুকুল শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানকালে কৃষিজমি রক্ষা কমিটির নেতারা বলেন “আমরা কোন ক্ষতিপূরণ চাই না, কোন আর্থিক সহযোগিতা চাই না। আমরা আমাদের পূর্বপুরুষের কৃষিজমি রক্ষা করে সেখান থেকে জীবিকা নির্বাহ করতে চাই। মোংলা বন্দর কর্তৃক পশুর নদ’র ড্রেজিংয়ের বালু অন্যত্র ফেলে আমাদের একমাত্র উপার্জনস্থল কৃষিজমি রক্ষা করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবী জানাচ্ছি।” এসময় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান কৃষকদের কথা শুনে বলেন আগামী ৩০ আগস্ট সরেজমিন ঘুরে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।