গাজিপুরে ব্যবসায়ীর স্ত্রীকে ফুসলে নিয়েগেছে পুলিশ কর্মকর্তা

- আপডেট টাইম : ১১:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ৩০৮ ১৫০০০.০ বার পাঠক
শামছুল আলম রিপোর্টার।।
গাজিপুর কোনাবাড়িতে বসবাসরত.পরিমল কুমার ঘোষ (৫২) পিতা জোরান ঘোষ কোনাবাড়ি এশরার নগর হাউজিং গাজিপুর মহানগর মেট্রোপলিটন,স্ত্রী কমল রানী ঘোষ (৩৮) পিতা মৃত গোবিন্দ কুমার ঘোষ মাতা কাঞ্চন রানী ঘোষ,ঘোষপাড়া সাভার ঢাকা, পরিমলের দির্ঘ ২৩ বৎসর সংসার জীবনে (৪)সন্তানের জননী কমল রানী,পরিমলের স্ত্রী কমল রানীকে রক্ষিতা রাখার জন্য ও ব্যবসায়ী পরিমলের অর্থ আত্মসাৎ করার জন্য কমল রানীকে অবৈধ প্রেমের ফাঁদে ফেলেন পুলিশ কর্মকর্তা পরিতোষ।পরিমলের বাসায় অবাধে যাতায়াতের সুবাদে কমল রানীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন পরিতোষ।বিগত ২৩/০৬/২০২১ তারিখে পুলিশের প্রেমে মত্ত হয়ে প্রেমের টানে স্বামী সংসার তিন সন্তানের মায়া ত্যাগ করে ব্যবসায়ী পরিমলের গস্তিত টাকা স্বর্নঅলঙ্কর নিয়ে পলায়ন করেন কমল রানী।এব্যাপারে কোনাবাড়ী থানায় ০১/০৭/২০২১ তারিখে একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন ব্যবসায়ী পরিমল যাহার জিডি নং (৩৫) কিন্তু নিস্ফল প্রতিক্ষা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কিছুই বলার নেই,বা কিছু করারও নেই এমনই অবস্থা।একাটা সাজানো গোছানো সংসার জীবনের বলি দিচ্ছেন দেশের অনেক ভদ্র শিক্ষত পরিবার।বিচারের বানী আজ নির্বিচারে ধুকে ধুকে কাঁদছে মিথ্যার চক্রান্তের ফাদে।রক্ষক যদি হয় ভক্ষক মানুষ যাবে কোথায়,আইনের প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে একটি সাধারণ ডায়েরি জিডি ও অভিযোগ করেছেন পরিমল চন্দ্র ঘোষ ,যাহার জিডি নং(৩৫ )এমন জঘন্য কর্মকান্ডের উপযুক্ত তদন্ত পর্যবেক্ষন করে পরিতোষ কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী ও সুধী সমাজ।