আশুলিয়ায় ১৮ কেজি গাজা সহ র্যাবের হাতে আটক দুই
- আপডেট টাইম : ০১:৪৯:১৯ পূর্বাহ্ণ, রবিবার, ২২ আগস্ট ২০২১
- / ২২৯ ৫০০০.০ বার পাঠক
আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।গত শুক্রবার (২০ আগস্ট) রাত পৌনে ১১ টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো: পারভেজ (৩৩), ও, মোঃ সাইরুল ইসলাম (২৬)। তারা একই জেলার স্থানীয় বাসিন্দা। র্যাব সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব।এসময় তাদের কাছ থেকে প্রায় ১৮ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও ৪ হাজারর ৫৫৯ টাকা উদ্ধার করা হয়।সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান-আটকৃতরা বেশ কিছুদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।