সুন্দরগঞ্জে আশুরার তোবারকের চাল তোলা নিয়ে মারামারিতে ১জনের মৃত্যু
- আপডেট টাইম : ০৪:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ২৯২ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আশুরা পালন উপলক্ষে তোবারকের চাল তোলা নিয়ে মারামারিতে বাবলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ২জনকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কালিতলা (বটতলা) গ্রামে পবিত্র আশুরা পালন উপলক্ষে আইয়ুব আলী নামে এক ব্যক্তি সবার বাড়ি বাড়ি চাল তোলার জন্য যায়। চাল সংগ্রহের একপর্যায়ে একই গ্রামের মৃত নছিম পন্ডিতের ছেলে সুমন মিয়া ও মৃত শহিদুল ইসলামের ছেলে ইউনুস আলীর সাথে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে আইয়ুব আলীর ২ ছেলে সুমন মিয়া ও শাহিন মিয়া লাঠিসোটা নিয়ে এসে ইউনুস আলীকে পেটাতে থাকে। এসময় ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া এসে বাধা দিলে সুমন ও শাহিন তাকেও বেধড়ক মারপিট করে চলে যায়। স্থানীয়রা এসে বাবলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মুত্যু হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সুমন ও শাহিন মিয়াকে আটক করে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত বাবলু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।