সারা দেশে নতুন করোনার মৃতের সংখ্যা , বাড়ছে শঙ্কা
- আপডেট টাইম : ০৬:২২:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ জানুয়ারি ২০২১
- / ৩২২ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
বিশ্বের অন্তত ৩১ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন। এ নিয়ে বিশ্বজুড়ে ফের বাড়ছে শঙ্কা।গত বছরের ১৪ ডিসেম্বর প্রথম ব্রিটেনে নতুন এই করোনা শনাক্ত হয়। এরপর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।
ব্রিটেন জানিয়েছে, নতুন এই ধরন ৭০ শতাংশের বেশি সংক্রামক। তবে অতটা প্রাণঘাতী কিনা এখন পর্যন্ত প্রমাণ মেলেনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত নতুন করোনা ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জার্মানি, আইস ল্যান্ড, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, জাপান, লেবানন, কানাডা, স্পেন, সুইডেন, জর্ডান, পর্তুগাল, ফিনল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, চিলি, ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, চীনে শনাক্ত হয়েছে।
নতুন ধরনের করোনা ঠেকাতে ইতোমধ্যে ব্রিটেন হিমশিম খাচ্ছে। দেশটিতে জারি করেছে লকডাউন। এছাড়া নতুন করোনার প্রকোপ রুখতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিয়েছে।