পাথরঘাটার কাকচিড়া বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভা।
- আপডেট টাইম : ০৬:০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
- / ৪২৫ ৫০০০.০ বার পাঠক
উপজেলা প্রতিনিধি, পাথরঘাটাঃ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:০০ টায় কাকচিড়া বাজার ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা থানা ইনচার্জ মোঃ শাহাব উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, রায়হানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রূপক, কাকচিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সেন্টু, কাকচিড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এইচ.এম. গোলাম কবির প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাকচিড়া বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক মোঃ মাহাবুব রহমান। কাকচিড়া বাজার উন্নয়নের জন্য ব্যবসায়ীরা প্রধান অতিথির কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।তার মধ্যে কাকচিড়া বাজারে টয়লেটের ব্যবস্থা করা,বাজার রক্ষাথে নদী ভাঙ্গন রোধে ভেরি বাধঁ ও ব্লকের ব্যবস্থা করা,পর্যাপ্ত পরিমাণ সোলার রোড – লাইটের ব্যাবস্থা করা,নির্বাচনের মাধ্যমে বাজার পরিচালনা কমিটি গঠন করা,বাজারে টহল পুলিশ ও পাহাড়াদার বৃদ্ধি করা,বাজারে ঘর মালিকদের জুলম থেকে ব্যবসায়ীদের রক্ষা করা ইত্যাদি।