মহাসড়ক ঘেষা সরকারি জমিতে কুয়াকাটা পৌর মেয়রের মার্কেট
- আপডেট টাইম : ১১:০০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ২৭৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
কুয়াকাটায় মহাসড়কের পাশে স্থানীয় টিএন্ডটি অফিসের দক্ষিণ পাশে সড়ক ও জনপথ অধিদফতরের মালিকানাধীন জমিতে টিন ও কাঠ দিয়ে ১৭ টি স্টল নিয়ে একটি মার্কেট নির্মান করা হয়েছে। কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার ইতোমধ্যে মার্কেটের কক্ষগুলো স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রায় দুই মাস আগে হস্তান্তর করেছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা অবৈধ এ মার্কেট অবিলম্বে অপসারনের জন্য ৭ দিন সময় দিয়ে বহু আগে পৌর মেয়রকে নোটিশ দিয়েছেন। কিন্তু অবৈধ এ মার্কেট এখনও অপসারন করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা টিএন্ডটি অফিসের সীমানা দেয়াল ঘেষে ১২০ ফুট লম্বা আর ৩০ ফুট পাশের টিন ও কাঠ দিয়ে নির্মাণ করা এ মার্কেটের সামনের অংশে কাচাঁ শাকসবজি, তরকারি বিক্রি করা হচ্ছে। মার্কেটে মোট ১৭ টি স্টল রয়েছে। এগুলো স্থানীয় ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়া হয়েছে আর স্টলের সামনের বারান্দায় বসানো হয়েছে কাঁচা শাকসবজি ও তরকারির দোকান। একটি স্টলের দোকানি সাকিবের বাবা সামসুল হক হাওলাদার জানান, কুয়াকাটার মেয়র আনোয়ার হাওলাদার তাদের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে স্টলটি দিয়েছেন। দুই মাস আগে স্টলটি নিয়ে শাকসবজি বিক্রি করছেন। মাসিক ভাড়া এখন পর্যন্ত নির্ধারন করা হয়নি। দোকানি মোঃ ইয়াসিন জানান, এখানে শাকসবজি, তরকারি বিক্রি করছেন। পৌর মেয়র মার্কেটটি নির্মাণ করে তাঁদেরকে ব্যবসা করতে দিয়েছেন।
নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার সরকারি জমি দখল করে অবৈধভাবে এ মার্কেট নির্মান করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। অগ্রিম টাকা নিয়েছেন।
সড়ক ও জনপথ বিভাগের কুয়াকাটার উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান রাসেল নির্মিত এ অবৈধ মার্কেট ৭ দিনের মধ্যে অপসারনের নির্দেশ দিয়ে ৩০ জুন পৌর মেয়রকে একটি চিঠি দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত এ স্থাপনা অপসারন করা হয়নি।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, কুয়াকাটা পৌর এলাকায় কিচেন মার্কেট নেই। পৌরবাসিদের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে সাত লাখ টাকা ব্যয় করে মার্কেটটি নির্মাণ করেছেন। সংশ্লিষ্ট দফতর জমিটি ফেরত চাইলে তিনি মার্কেটটি সরিয়ে নেবেন বলে জানান। সড়ক ও জনপথ বিভাগের মার্কেট অপসারন সংক্রান্ত চিঠি পেয়েছেন। তাঁদের সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানালেন মেয়র। এ ব্যাপারে পটুয়াখালীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মাদ কামরুল হাসান গণমাধ্যমকে জানান, ওই মার্কেটটি অপসারনে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।