সাতক্ষীরা সীমান্ত থেকে বিজিবির অভিযানে যুবতী উদ্ধার
- আপডেট টাইম : ০৪:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
নিজশ্ব প্রতিনিধি।।
সাতক্ষীরা সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা এক যুবতীকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ( ১২ আগস্ট) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি বাড়ি থেকে যুবতীকে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান, সাতক্ষীরা সদর উপজেলার ওমরপুর গ্রামের সুমাইমা খাতুনকে বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের একটি ভুমিহীনদের ঘরে আটকে রাখা হয়। সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের নাজমুল ওই যুবতীকে নিয়ে আসে। মেয়েটিকে কৌশলে ভুমিহীন বাবুর ঘরে আটকে রাখা হয়। রাতে তার উপর নির্যাতন চালানোর চেষ্টা করে পাচারকারি চক্র। গোপন-সুত্রে এ খবর বিজিবির সদস্যরা জানতে পেরে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে ওই বাড়িতে নায়েক আহসান হাবিবের নেতৃত্বে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ঘরের দরজা কেটে যুবতীকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া যুবতী বিস্তারিত ঘটনা খুলে বলে। এ ঘটনায় নাজমুল,বাবুসহ চার জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় পাচার মামলা দায়ের করা হয়েছে।