করোনার নমুনা পরীক্ষার ল্যাব স্থাপন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- আপডেট টাইম : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ৮ আগস্ট ২০২১
- / ২৩১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। কুমিল্লা অঞ্চলে সংক্রমণ বেড়ে যাওয়ায় আক্রান্তদের দ্রুত শনাক্ত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, এ ল্যাবে শুধু নমুনা পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ করা হবে না। বিভিন্ন স্থানে সংগ্রহ করা সরকারি নমুনাগুলোই শুধু আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে।
করোনা ভবিষ্যতেও পুরোপুরি যাবে না, এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। তিনি জানান, বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুমিল্লায় অনেক স্যাম্পল আসে যেগুলো সক্ষমতার অভাবে পরীক্ষা করানো যাচ্ছে না।
এ অঞ্চলে নোবিপ্রবিরও একটি ল্যাব রয়েছে, কিন্তু তারাও কুলিয়ে উঠতে পারছে না। কুবির দায়বদ্ধতা আছে থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষামন্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের জানান, শিক্ষামন্ত্রীর পরামর্শে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এ সিদ্ধান্ত নিয়েছে। এ ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়াতে এটি দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করতে পারবে বলে আশা ব্যক্ত করেন তিনি।