ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

আইজিপির স্ত্রীর হস্তক্ষেপে বাঁচল বিড়াল ছানাটি

সময়ের কন্ঠ রিপোর্ট।।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) পত্নীর হস্তক্ষেপে রক্ষা পেল আহত একটি বিড়াল ছানা। এখন টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে তার আশ্রয় মিলেছে। সেখানে নিবিড় পরিচর্যায় তাকে রাখা হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজের ছাত্রাবাসের আটতলা থেকে কয়েক দিন আগে একটি বিড়াল নিচে পড়ে যায়। এতে তার পেছনের দুটি পা আঘাত পেয়ে অচল হয়ে যায়। তারপর পাঁচ-ছয় দিন বিড়ালটি বিনা চিকিৎসায় সেখানে পড়ে ছিল।

ওই মেডিকেলের শিক্ষার্থী প্রীতিশা প্রীতি সরকার গত মঙ্গলবার ‘অ্যানিমেল কেয়ার সোসাইটি অব বাংলাদেশ’ নামক একটি ফেসবুক গ্রুপে বিড়ালটি নিয়ে একটি পোস্ট দেন। তাতে প্রীতিশা উল্লেখ করেন- বিড়ালটি তাদের হোস্টেলের আটতলা থেকে পড়ে গিয়ে পেছনের দুই পা প্যারালাইসড প্রায়। তাদের ওখানে কোনো ভেটেরিনারি চিকিৎসক নাই। তাই তার চিকিৎসা করাতে পারছেন না। কয়েক দিন পর তাদের এমবিবিএস ফাইনাল পরীক্ষা, সেই কারণে বিড়ালটির পরিচর্যা করার মতো সময়ও পাচ্ছেন না। এ অবস্থায় বিড়াল বাচ্চাটির দায়িত্ব নিতে পারবেন এমন কারও বা কোনো সংস্থার সন্ধান চান তিনি। এমন কেউ বা কোনো সংস্থার সন্ধান পেলে প্রীতিশা তার কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করেন।

এ পোস্টটি বাংলাদেশ পুলিশের আইজি বেনজীর আহমেদের স্ত্রী ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি জীশান মীর্জার চোখে পড়ে। তিনি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট ডিআইজি মো. মঈনুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিকভাবে কমান্ড্যান্ট তার স্টাফ অফিসারসহ একটি টিমকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হোস্টেলে পাঠান।

পিটিসির পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জানান, ওই টিম বিড়াল ছানাটি উদ্ধার করে মির্জাপুর উপজেলা প্রাণী হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে ওই বিড়াল ছানা মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে নিয়ে আসা হয়। বিড়ালটি বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যায় আছে। তার অবস্থা আগের চেয়ে অনেক সুস্থ। পুনাক সভানেত্রী বিড়ালটির খোঁজখবর নিচ্ছেন।

বিড়ালটি উদ্ধার করে চিকিৎসা দেওয়ার পর প্রীতিশা প্রীতি সরকার তার ফেসবুকে বাংলাদেশ পুলিশকে এবং পুলিশ নারী কল্যাণ সমিতিকে ছোট্ট অবলা প্রাণীটির জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানান। তিনি সেখানে লেখেন- পুলিশ সম্পর্কে তারও অনেকরকম ধারণা ছিল। কিন্তু এ ঘটনার পর সেই ধারণা অনেক পরিবর্তন হয়ে গেল।

তিনি আরও উল্লেখ করেন, যারা শুধু একটি অবলা জীবন বাঁচানোর জন্য এতটা তৎপর হতে পারে, তারা আপনার আমার মতো নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কতটুকু তৎপর হতে পারে।

টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা জানান, একটি অবলা প্রাণীর জীবন রক্ষার জন্য পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রশংসনীয়। প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। তিনি পুনাক সভাপতি এবং কুমুদিনী মেডিকেল কলেজে শিক্ষার্থী প্রীতিশা প্রীতি সরকারকে ধন্যবাদ জানান।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক

আইজিপির স্ত্রীর হস্তক্ষেপে বাঁচল বিড়াল ছানাটি

আপডেট টাইম : ০১:২৯:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) পত্নীর হস্তক্ষেপে রক্ষা পেল আহত একটি বিড়াল ছানা। এখন টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে তার আশ্রয় মিলেছে। সেখানে নিবিড় পরিচর্যায় তাকে রাখা হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজের ছাত্রাবাসের আটতলা থেকে কয়েক দিন আগে একটি বিড়াল নিচে পড়ে যায়। এতে তার পেছনের দুটি পা আঘাত পেয়ে অচল হয়ে যায়। তারপর পাঁচ-ছয় দিন বিড়ালটি বিনা চিকিৎসায় সেখানে পড়ে ছিল।

ওই মেডিকেলের শিক্ষার্থী প্রীতিশা প্রীতি সরকার গত মঙ্গলবার ‘অ্যানিমেল কেয়ার সোসাইটি অব বাংলাদেশ’ নামক একটি ফেসবুক গ্রুপে বিড়ালটি নিয়ে একটি পোস্ট দেন। তাতে প্রীতিশা উল্লেখ করেন- বিড়ালটি তাদের হোস্টেলের আটতলা থেকে পড়ে গিয়ে পেছনের দুই পা প্যারালাইসড প্রায়। তাদের ওখানে কোনো ভেটেরিনারি চিকিৎসক নাই। তাই তার চিকিৎসা করাতে পারছেন না। কয়েক দিন পর তাদের এমবিবিএস ফাইনাল পরীক্ষা, সেই কারণে বিড়ালটির পরিচর্যা করার মতো সময়ও পাচ্ছেন না। এ অবস্থায় বিড়াল বাচ্চাটির দায়িত্ব নিতে পারবেন এমন কারও বা কোনো সংস্থার সন্ধান চান তিনি। এমন কেউ বা কোনো সংস্থার সন্ধান পেলে প্রীতিশা তার কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করেন।

এ পোস্টটি বাংলাদেশ পুলিশের আইজি বেনজীর আহমেদের স্ত্রী ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি জীশান মীর্জার চোখে পড়ে। তিনি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট ডিআইজি মো. মঈনুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিকভাবে কমান্ড্যান্ট তার স্টাফ অফিসারসহ একটি টিমকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হোস্টেলে পাঠান।

পিটিসির পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জানান, ওই টিম বিড়াল ছানাটি উদ্ধার করে মির্জাপুর উপজেলা প্রাণী হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে ওই বিড়াল ছানা মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে নিয়ে আসা হয়। বিড়ালটি বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যায় আছে। তার অবস্থা আগের চেয়ে অনেক সুস্থ। পুনাক সভানেত্রী বিড়ালটির খোঁজখবর নিচ্ছেন।

বিড়ালটি উদ্ধার করে চিকিৎসা দেওয়ার পর প্রীতিশা প্রীতি সরকার তার ফেসবুকে বাংলাদেশ পুলিশকে এবং পুলিশ নারী কল্যাণ সমিতিকে ছোট্ট অবলা প্রাণীটির জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানান। তিনি সেখানে লেখেন- পুলিশ সম্পর্কে তারও অনেকরকম ধারণা ছিল। কিন্তু এ ঘটনার পর সেই ধারণা অনেক পরিবর্তন হয়ে গেল।

তিনি আরও উল্লেখ করেন, যারা শুধু একটি অবলা জীবন বাঁচানোর জন্য এতটা তৎপর হতে পারে, তারা আপনার আমার মতো নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কতটুকু তৎপর হতে পারে।

টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা জানান, একটি অবলা প্রাণীর জীবন রক্ষার জন্য পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রশংসনীয়। প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। তিনি পুনাক সভাপতি এবং কুমুদিনী মেডিকেল কলেজে শিক্ষার্থী প্রীতিশা প্রীতি সরকারকে ধন্যবাদ জানান।