বাংলাদেশ টাইগারদের আরেকটি অবিস্মরণীয় জয়
- আপডেট টাইম : ০৬:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ৩৮৩ ৫০০০.০ বার পাঠক
- দ্বিতীয় টি২০তে অস্ট্রেলিয়ার হার ৫ উইকেটে, ম্যাচসেরা আফিফ
খেলার রিপোর্ট।।
মাত্র ১২২ রানের লক্ষ্য, তা ছুঁতে গিয়ে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে এরপরও বাংলাদেশ ৮ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে। কারণ আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহান দুর্দান্ত ব্যাটিং করেন। তারা ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৫৬ রানের যে অবিচ্ছিন্ন জুটি গড়েন তাতেই এ সহজ জয় এসেছে। ফলে টানা দুই ম্যাচে শক্তিশালী অসিদের হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক টাইগাররা। বুধবার রাতে মিরপুরে সিরিজের টি২০ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে তেমন সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশী বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে মাত্র ১২১ রান তুলতে পারে তারা। টি২০-তে এটি আগে ব্যাট করে পুরো ওভার খেলে অসিদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন ‘কাটার ও স্লোয়ার’ মাস্টার মুস্তাফিজুর রহমান। জবাবে ১৮.৪ ওভারে পেসার জশ হ্যাজলউডকে পেরিস্কোপ শটে আফিফ যে বাউন্ডারি হাঁকান তাতেই ৫ উইকেটে ১২৩ রান তুলে জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে মঙ্গলবার ২৩ রানে জয় পায় টাইগাররা।
এমন ব্যাটিং খুব কমই করেছে অস্ট্রেলিয়া দল। বিশেষ করে টি২০ ফরমেটে এমন কোণঠাসা হয়ে ব্যাট চালানো, বড় শট না খেলে ক্রিজে টিকে থাকার চেষ্টা একেবারেই বেমানান। তবে অসি ব্যাটসম্যানরা বাধ্য হয়েছেন, পরিস্থিতি তাদের খোলসবন্দী করেছে এবং তারা নিজেদের গুটিয়ে রেখেছেন। প্রথম ম্যাচে মাত্র ১৩২ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ২০ ওভারে ১০৮ রানে মুখ থুবড়ে পড়ে অসিরা। সে কারণেই দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বেশ সতর্ক থেকেছেন অসি ব্যাটসম্যানরা। নিয়মিত কিছু ক্রিকেটার না থাকায় নিজেদের সেরা একাদশই তারা খেলিয়েছে প্রথম ম্যাচে, সেই একাদশটাই বহাল রেখে নামে তারা বুধবার। পরিকল্পিত ব্যাটিংয়ে ধীরলয়ে শুরু করেও অবশ্য রক্ষা হয়নি। বাংলাদেশী স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ে দ্রুত রান করতে পারেনি তারা। এদিনও শেখ মাহেদির অফস্পিনে ইনিংসের তৃতীয় ওভারে বিদায় নেন এ্যালেক্স ক্যারি (১১ বলে ১১)। আর ষষ্ঠ ওভারে বাঁহাতি মুস্তাফিজ বোল্ড করে দেন জশ ফিলিপেকে (১৪ বলে ১০)। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৩২ রান তোলে অসিরা ২ উইকেট হারিয়ে। এরপর ৫২ বলে ৫৭ রানের একটি দুর্দান্ত জুটি গড়েন মিচেল মার্শ ও ময়সেস হেনরিকস। নাসুম আহমেদকে অসি ইনিংসের একমাত্র ছক্কা হাঁকান হেনরিকস। এরপরও ১০ ওভারে ২ উইকেটে ৫৩ রান করতে পেরেছে অসিরা। তিনি সাকিবের বাঁহাতি স্পিনে বোল্ড হয়ে যান ২৫ বলে ৩ চার, ১ ছক্কায় ৩০ রান করে।