সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক সেবনের সময় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:২৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ২৪০ ৫০০০.০ বার পাঠক
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক সেবনরত অবস্থায় চার মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এ সময় ৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷ এর আগে সোমবার(২ আগষ্ট) দিবাগত মধ্য রাতে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সিংগীমারী এলাকার নিয়াজ আহমেদ বাপ্পি(৩০), আতোয়ার রহমান(৪০), লাভলু হোসেন(২৮) ও উপজেলার টংভাঙ্গা এলাকার ফাহমিদুল ইসলাম সিক্ত(৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্য রাতে উপজেলার গড্ডিমারী এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ৷ এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় হাতে নাতে ওই চারজনকে আটক করে পুলিশ। এছাড়াও সেখান থেকে ৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরো খবর.......