অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশ
- আপডেট টাইম : ১২:০৬:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
- / ২৫৩ ৫০০০.০ বার পাঠক
খেলার রিপোর্ট।।
বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াচ্ছে আর কিছুক্ষণ পরেই। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওয়ানডে ফরম্যাটে বিশ্বের যে কোনো দেশের আতঙ্ক বাংলাদেশ ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণে অনেকটাই পিছিয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের উত্থানের গ্রাফ আশাব্যঞ্জক নয়।
এদিকে অক্টোবরে অপেক্ষা করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তাই পাঁচ ম্যাচের এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি টি-টোয়েন্টি দলের শক্তিমত্তা যাচাইয়ের অন্যতম উপলক্ষ হিসেবেই নিয়েছে বাংলাদেশ।
কিন্তু ইনজুরি আর অস্ট্রেলিয়ার কোয়ারেন্টিন ইস্যুর কারণে এ সিরিজে খেলতে পারছেন না দলের সেরা ওপেনার তামিম ইকবাল, মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন দাস।
এরপরও সেরা একাদশ নিয়েই মাঠে নামতে প্রস্তুত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এক্ষেত্রে দলের তরুণদের উপর অঘাত আস্থা রয়েছে তার। শামীম, নাসুম, সোহান যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিতে বদ্ধ পরিকর।