মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
- আপডেট টাইম : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ৩৩৮ ৫০০০.০ বার পাঠক
মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি।।
দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার দৌলতপুর লায়ন্স ক্লাবের আয়োজনে ৩০/১২/২০২০ ইং তাং রোজ বুধবার সারাদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধায় আয়োজন করেন আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ আজিজ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের যুবক্রীড়া বিষয়ক সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মোঃ তৈবুর রহমান লাজু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার প্রতিদন্দি চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ সাইফুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মোঃ মিজানুর রহমান মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু কাওসার হেলাল এবং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও দৈনিক সময়ের কন্ঠ এবং দৈনিক ভোরের ধ্বনী পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তাগন দেশের চলমান উন্নয়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো রাস্টনায়কের দেশে সকল ক্ষেত্রে উন্নয়নের ভুয়সী প্রসংশা করে আলোতপাত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সাদ্দাম হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম মাস্টার দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাঃ সন্পাদক ।
দৈনিক ভোরের ধ্বনি ও দৈনিক সময়ের কন্ঠ।