আজ বিমানবন্দরে ২৫০ কেজির আরো একটি বোমা উদ্ধার
- আপডেট টাইম : ০২:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ৩৪৬ ৫০০০.০ বার পাঠক
হযরত শাহজালাল বিমানবন্দরে আরো একটি বোমা পাওয়া গেছে। ছবি: সংগৃহীত
সময়ের কন্ঠ রিপোর্ট।।
হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ এলাকায় ২৫০ কেজি ওজনের আরো একটি বোমা পাওয়া গেছে। বুধবার পর্যন্ত এ নিয়ে পাঁচটি বোমা উদ্ধার করা হলো। হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানিয়েছেন, বোমাটি নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে নিয়ে গেছে বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।
ধারণা করা হচ্ছে, এখানে আরো বোমা আছে। তবে বেশ কয়েকবার এলাকাটি স্ক্যান করেও সেগুলোর অবস্থান শনাক্ত করা যায়নি। এগুলো মাটির বেশি গভীরে রয়েছে। এজন্যই স্ক্যানারে ধরা পড়ছে না।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনাল থেকে প্রথম বোমা উদ্ধার হয়। এরপর ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর আরো তিনটি বোমা উদ্ধার হয়।
বোমা থাকার শঙ্কায় নির্মাণাধীন এলাকা পুরোটা স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানান তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের পরিচালক (পিডি) একেএম মাকসুদুল ইসলাম।
বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া বোমাগুলো হয়তো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।