বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ ২ জন আটক
- আপডেট টাইম : ০৩:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ২৮১ ৫০০০.০ বার পাঠক
বেনাপোল টিটু।।
বেনাপোল সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা সংস্থ্যা (ডিবি)।
মঙ্গলবার রাতে বেনাপোল সীমান্তের ছোটআচঁড়া মোড় ঠাকুর পুকুর নামক স্থান থেকে যশোর ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে।
আটকরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামের মজাদ শেখের ছেলে ফয়সাল শেখ (২২) ও শাহীন শেখ (২০)।
যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শামিম হোসেন জ্নান, ডিবি পুলিশের কাছে গোঁপন খবর আসে বেনাপোল এলাকায় মাদকের লেন-দেন চলছে। এসময় তারা অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের ছোটআঁচড়া নামক এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, আটকদের বুধবার দুপুরে যশোর জুডিসিয়াল মেজিস্টেটের আদালতে সোপর্দ করা করা হয়েছে।