আজকে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন
- আপডেট টাইম : ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ৩৪৫ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিতে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলসহ ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত রয়েছেন। তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগ চেয়ে বক্তব্য দিচ্ছেন। তারা অবিলম্বে এ সরকারের পদত্যাগ দাবি করেন। সমাবেশে বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত রয়েছেন।
এ ছাড়া দিনটি যথাযোগ্যভাবে গুরুত্বের সাথে পালনের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট এবং বিএনপি দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে।