সংবাদ শিরোনাম ::
বাঘায় বজ্রপাতে নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০১:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ২৫০ ৫০০০.০ বার পাঠক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর বাঘায় বজ্রপাতে নিহত জহুরুল ইসলাম বাবুর (৩২) স্ত্রী তাসলিমা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার কার্যালয়ে তাকে নগদ এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, ১৫ মে উপজেলার বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে জহুরুল ইসলাম বাবু বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। তার স্ত্রী ও দুই ছেলে মেয়ের রয়েছে। ওই সময় বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। বিষয়টি আমলে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে তাকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিকের উপস্থিতিতে নিহতের স্ত্রীর হাতে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
আরো খবর.......