ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে ভৈরবে রেলওয়ে জংশনের সামনে সিগন্যালের তার সহ ২জন চোর গ্রেফতার মোংলায় সহকারি অ্যাটর্ণি জেনারেল মনিরুজ্জামান: গণঅভ্যুত্থানের গণআকাংখা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত করা সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত// প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের জন্য ইতিবাচক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাড়ির টানে গ্রামে সবাই, রাজধানী ‘ফাঁকা’ ঈদের ছুটিতে কক্সবাজারে প্রাণচাঞ্চল্য,পর্যটকদের বরণে প্রস্তুত হোটেল-রিসোর্ট রাফা খালি করে দিতে বলল ইসরাইলি বাহিনী আজমিরীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত শিশু সহ আহত ৯ আমেরিকা হামলা চালালে ইরানও ‘কঠোর জবাব’ দেবে: খামেনি ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ভেজাল ঔষধের ডিলার গাজীপুরের প্রশাসন নিরব

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৯:৩৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / ৫০৯ ৫০০০.০ বার পাঠক

ভেজাল ঔষধের সমাহার গাজীপুর ছবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
মানবদেহের পুষ্টির জন্য প্রয়োজন আমিষ তবে তা হতে হবে নিরাপদ ও স্বাস্থসম্মত। নিরাপদ আমিষ উৎপাদন করতে হলে, প্রাণির প্রয়োজন নিরাপদ ঔষধ ও প্রয়োজনীয় খাদ্য।এসব দিক বিবেচনায় রেখে দেশের বিভিন্ন স্থানের ভেটেরিনারি ওষুধের দোকানগুলিতে নজরদারি বাড়িয়েছে ঔষধ প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬শে জুলাই) নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের লক্ষ্যে প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও সরকার অনুমোদিত নয় এমন ঔষধ বিক্রি রোধে উপজেলা প্রশাসন কালীগঞ্জ ও ঔষধ প্রশাসন গাজীপুরের উদ্যোগে বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে চারটি পোলট্রি ফিড ও ভেটেরিনারি ঔষধের দোকানে অভিযান পরিচালো করা হয়।উল্লেখ যোগ্য যে, মের্সাস ইলমা পোলট্রি ফিড এন্ড মেডিসিন নামক দোকানে বিপুল পরিমাণ (apa linco P, J-floxivet, N-levo vet, pansol-ve, AMI SAL CURE)নামক অবৈধ ঔষধ পাওয়া যায়।দোকানের পরিচালকের নাম মোঃআশরাফুল ইসলাম ভূইয়া।তার দোকানে যে ঔষধ গুলো পাওয়া গেছে,তার কোনো প্রকার লাইসেন্স নাই,যা অবৈধ ঔষধ নামে পরিচিত।দায়িত্বরত কর্মকর্তা ঔষধ কোম্পানি ও ক্যাশ মেমো দেখতে চাইলে কোন কিছু সে দেখাতে পারেনি।স্থানীয় দোকানদার গন বলেন অবৈধ ঔষধের ব্যবসা করে বিপুল টাকার মালিক হয়েছেসে।দোকানদার গন আরো বলেন অবৈধ ঔষধ কালীগঞ্জ তথা সারা গাজীপুরে ব্লু-প্লেক্স নামক কোম্পানি (apa linco P,Pansol vet) নামক ঔষধ, অমর নামের সেলসম্যান ক্যাশমেমো ছাড়া দীর্ঘদিন যাবত বিক্রি করে যাচ্ছে।তার কাছ থেকে ঔষধ নিয়ে প্রতারিত হচ্ছে ভুক্তভোগী দোকানদারেরা।ঔষধ প্রতারণা চক্রের মূল হোতা এই অমর নামের সেলসম্যান।উপস্থিত ব্যবসায়ীরা তার কঠিন শাস্তির দাবি জানায় প্রশাসনের কাছে।
আরো তিনটি দোকানের লাইসেন্স ও অবৈধ ঔষধ রাখার কারনে তাদেরকে জরিমানা করা হয়।
চারটি দোকানে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট(সহঃকমিশনার ভূমি কালীগঞ্জ উপজেলা)শাহিনা আক্তার ও সার্বিক সহযোগিতা করেন সহকারি পরিচালক ঔষধ প্রশাসন(গাজীপুর জেলা) মোঃআহসান হাবিব।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভেজাল ঔষধের ডিলার গাজীপুরের প্রশাসন নিরব

আপডেট টাইম : ০৯:৩৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

ভেজাল ঔষধের সমাহার গাজীপুর ছবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
মানবদেহের পুষ্টির জন্য প্রয়োজন আমিষ তবে তা হতে হবে নিরাপদ ও স্বাস্থসম্মত। নিরাপদ আমিষ উৎপাদন করতে হলে, প্রাণির প্রয়োজন নিরাপদ ঔষধ ও প্রয়োজনীয় খাদ্য।এসব দিক বিবেচনায় রেখে দেশের বিভিন্ন স্থানের ভেটেরিনারি ওষুধের দোকানগুলিতে নজরদারি বাড়িয়েছে ঔষধ প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬শে জুলাই) নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের লক্ষ্যে প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও সরকার অনুমোদিত নয় এমন ঔষধ বিক্রি রোধে উপজেলা প্রশাসন কালীগঞ্জ ও ঔষধ প্রশাসন গাজীপুরের উদ্যোগে বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে চারটি পোলট্রি ফিড ও ভেটেরিনারি ঔষধের দোকানে অভিযান পরিচালো করা হয়।উল্লেখ যোগ্য যে, মের্সাস ইলমা পোলট্রি ফিড এন্ড মেডিসিন নামক দোকানে বিপুল পরিমাণ (apa linco P, J-floxivet, N-levo vet, pansol-ve, AMI SAL CURE)নামক অবৈধ ঔষধ পাওয়া যায়।দোকানের পরিচালকের নাম মোঃআশরাফুল ইসলাম ভূইয়া।তার দোকানে যে ঔষধ গুলো পাওয়া গেছে,তার কোনো প্রকার লাইসেন্স নাই,যা অবৈধ ঔষধ নামে পরিচিত।দায়িত্বরত কর্মকর্তা ঔষধ কোম্পানি ও ক্যাশ মেমো দেখতে চাইলে কোন কিছু সে দেখাতে পারেনি।স্থানীয় দোকানদার গন বলেন অবৈধ ঔষধের ব্যবসা করে বিপুল টাকার মালিক হয়েছেসে।দোকানদার গন আরো বলেন অবৈধ ঔষধ কালীগঞ্জ তথা সারা গাজীপুরে ব্লু-প্লেক্স নামক কোম্পানি (apa linco P,Pansol vet) নামক ঔষধ, অমর নামের সেলসম্যান ক্যাশমেমো ছাড়া দীর্ঘদিন যাবত বিক্রি করে যাচ্ছে।তার কাছ থেকে ঔষধ নিয়ে প্রতারিত হচ্ছে ভুক্তভোগী দোকানদারেরা।ঔষধ প্রতারণা চক্রের মূল হোতা এই অমর নামের সেলসম্যান।উপস্থিত ব্যবসায়ীরা তার কঠিন শাস্তির দাবি জানায় প্রশাসনের কাছে।
আরো তিনটি দোকানের লাইসেন্স ও অবৈধ ঔষধ রাখার কারনে তাদেরকে জরিমানা করা হয়।
চারটি দোকানে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট(সহঃকমিশনার ভূমি কালীগঞ্জ উপজেলা)শাহিনা আক্তার ও সার্বিক সহযোগিতা করেন সহকারি পরিচালক ঔষধ প্রশাসন(গাজীপুর জেলা) মোঃআহসান হাবিব।