ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
দুপুরে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ, পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচ পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প

ভেজাল ঔষধের ডিলার গাজীপুরের প্রশাসন নিরব

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৯:৩৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / ৪৮৯ ৫০০০.০ বার পাঠক

ভেজাল ঔষধের সমাহার গাজীপুর ছবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
মানবদেহের পুষ্টির জন্য প্রয়োজন আমিষ তবে তা হতে হবে নিরাপদ ও স্বাস্থসম্মত। নিরাপদ আমিষ উৎপাদন করতে হলে, প্রাণির প্রয়োজন নিরাপদ ঔষধ ও প্রয়োজনীয় খাদ্য।এসব দিক বিবেচনায় রেখে দেশের বিভিন্ন স্থানের ভেটেরিনারি ওষুধের দোকানগুলিতে নজরদারি বাড়িয়েছে ঔষধ প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬শে জুলাই) নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের লক্ষ্যে প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও সরকার অনুমোদিত নয় এমন ঔষধ বিক্রি রোধে উপজেলা প্রশাসন কালীগঞ্জ ও ঔষধ প্রশাসন গাজীপুরের উদ্যোগে বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে চারটি পোলট্রি ফিড ও ভেটেরিনারি ঔষধের দোকানে অভিযান পরিচালো করা হয়।উল্লেখ যোগ্য যে, মের্সাস ইলমা পোলট্রি ফিড এন্ড মেডিসিন নামক দোকানে বিপুল পরিমাণ (apa linco P, J-floxivet, N-levo vet, pansol-ve, AMI SAL CURE)নামক অবৈধ ঔষধ পাওয়া যায়।দোকানের পরিচালকের নাম মোঃআশরাফুল ইসলাম ভূইয়া।তার দোকানে যে ঔষধ গুলো পাওয়া গেছে,তার কোনো প্রকার লাইসেন্স নাই,যা অবৈধ ঔষধ নামে পরিচিত।দায়িত্বরত কর্মকর্তা ঔষধ কোম্পানি ও ক্যাশ মেমো দেখতে চাইলে কোন কিছু সে দেখাতে পারেনি।স্থানীয় দোকানদার গন বলেন অবৈধ ঔষধের ব্যবসা করে বিপুল টাকার মালিক হয়েছেসে।দোকানদার গন আরো বলেন অবৈধ ঔষধ কালীগঞ্জ তথা সারা গাজীপুরে ব্লু-প্লেক্স নামক কোম্পানি (apa linco P,Pansol vet) নামক ঔষধ, অমর নামের সেলসম্যান ক্যাশমেমো ছাড়া দীর্ঘদিন যাবত বিক্রি করে যাচ্ছে।তার কাছ থেকে ঔষধ নিয়ে প্রতারিত হচ্ছে ভুক্তভোগী দোকানদারেরা।ঔষধ প্রতারণা চক্রের মূল হোতা এই অমর নামের সেলসম্যান।উপস্থিত ব্যবসায়ীরা তার কঠিন শাস্তির দাবি জানায় প্রশাসনের কাছে।
আরো তিনটি দোকানের লাইসেন্স ও অবৈধ ঔষধ রাখার কারনে তাদেরকে জরিমানা করা হয়।
চারটি দোকানে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট(সহঃকমিশনার ভূমি কালীগঞ্জ উপজেলা)শাহিনা আক্তার ও সার্বিক সহযোগিতা করেন সহকারি পরিচালক ঔষধ প্রশাসন(গাজীপুর জেলা) মোঃআহসান হাবিব।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভেজাল ঔষধের ডিলার গাজীপুরের প্রশাসন নিরব

আপডেট টাইম : ০৯:৩৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

ভেজাল ঔষধের সমাহার গাজীপুর ছবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
মানবদেহের পুষ্টির জন্য প্রয়োজন আমিষ তবে তা হতে হবে নিরাপদ ও স্বাস্থসম্মত। নিরাপদ আমিষ উৎপাদন করতে হলে, প্রাণির প্রয়োজন নিরাপদ ঔষধ ও প্রয়োজনীয় খাদ্য।এসব দিক বিবেচনায় রেখে দেশের বিভিন্ন স্থানের ভেটেরিনারি ওষুধের দোকানগুলিতে নজরদারি বাড়িয়েছে ঔষধ প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬শে জুলাই) নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের লক্ষ্যে প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও সরকার অনুমোদিত নয় এমন ঔষধ বিক্রি রোধে উপজেলা প্রশাসন কালীগঞ্জ ও ঔষধ প্রশাসন গাজীপুরের উদ্যোগে বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে চারটি পোলট্রি ফিড ও ভেটেরিনারি ঔষধের দোকানে অভিযান পরিচালো করা হয়।উল্লেখ যোগ্য যে, মের্সাস ইলমা পোলট্রি ফিড এন্ড মেডিসিন নামক দোকানে বিপুল পরিমাণ (apa linco P, J-floxivet, N-levo vet, pansol-ve, AMI SAL CURE)নামক অবৈধ ঔষধ পাওয়া যায়।দোকানের পরিচালকের নাম মোঃআশরাফুল ইসলাম ভূইয়া।তার দোকানে যে ঔষধ গুলো পাওয়া গেছে,তার কোনো প্রকার লাইসেন্স নাই,যা অবৈধ ঔষধ নামে পরিচিত।দায়িত্বরত কর্মকর্তা ঔষধ কোম্পানি ও ক্যাশ মেমো দেখতে চাইলে কোন কিছু সে দেখাতে পারেনি।স্থানীয় দোকানদার গন বলেন অবৈধ ঔষধের ব্যবসা করে বিপুল টাকার মালিক হয়েছেসে।দোকানদার গন আরো বলেন অবৈধ ঔষধ কালীগঞ্জ তথা সারা গাজীপুরে ব্লু-প্লেক্স নামক কোম্পানি (apa linco P,Pansol vet) নামক ঔষধ, অমর নামের সেলসম্যান ক্যাশমেমো ছাড়া দীর্ঘদিন যাবত বিক্রি করে যাচ্ছে।তার কাছ থেকে ঔষধ নিয়ে প্রতারিত হচ্ছে ভুক্তভোগী দোকানদারেরা।ঔষধ প্রতারণা চক্রের মূল হোতা এই অমর নামের সেলসম্যান।উপস্থিত ব্যবসায়ীরা তার কঠিন শাস্তির দাবি জানায় প্রশাসনের কাছে।
আরো তিনটি দোকানের লাইসেন্স ও অবৈধ ঔষধ রাখার কারনে তাদেরকে জরিমানা করা হয়।
চারটি দোকানে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট(সহঃকমিশনার ভূমি কালীগঞ্জ উপজেলা)শাহিনা আক্তার ও সার্বিক সহযোগিতা করেন সহকারি পরিচালক ঔষধ প্রশাসন(গাজীপুর জেলা) মোঃআহসান হাবিব।