ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
বিসমিল্লাহির রাহমানির রাহীম,২৯ নভেম্বর ২০২৪ বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্মেলন হতে যাচ্ছে চিন্ময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গ ভারতের উদ্বেগ নিয়ে পিনাকীর পোস্ট আবারও হাসনাতের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা জামিন পেলেন বরখাস্ত হওয়া সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি ইসকন ইস্যুতে সিদ্ধান্ত জানাল হাইকোর্ট মহানবী হযরত মোহাম্মদ (স:) কে কটুক্তি করে ফেইসবুক লাইভে ক্ষমা চাইলেন সিংগার পোজা গোপ। হবিগঞ্জের আজমিরীগঞ্জ নোয়াগড় গ্রামে কোটি টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত।। সেনাবাহিনীর হাতে ১১ জন আটক ভৈরবে রেলওয়ে থানা পুলিশের হাতে মাদক দ্রব্য গাঁজাসহ হিজরা গ্রেফতার পীরগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ধুলাউড়ি বাজারে শুরু হয়েছে পাঁচটি সেলুন পাঠাগার

ভেজাল ঔষধের ডিলার গাজীপুরের প্রশাসন নিরব

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৯:৩৯:০৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / ৪৪৬ ৫০০০.০ বার পাঠক

ভেজাল ঔষধের সমাহার গাজীপুর ছবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
মানবদেহের পুষ্টির জন্য প্রয়োজন আমিষ তবে তা হতে হবে নিরাপদ ও স্বাস্থসম্মত। নিরাপদ আমিষ উৎপাদন করতে হলে, প্রাণির প্রয়োজন নিরাপদ ঔষধ ও প্রয়োজনীয় খাদ্য।এসব দিক বিবেচনায় রেখে দেশের বিভিন্ন স্থানের ভেটেরিনারি ওষুধের দোকানগুলিতে নজরদারি বাড়িয়েছে ঔষধ প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬শে জুলাই) নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের লক্ষ্যে প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও সরকার অনুমোদিত নয় এমন ঔষধ বিক্রি রোধে উপজেলা প্রশাসন কালীগঞ্জ ও ঔষধ প্রশাসন গাজীপুরের উদ্যোগে বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে চারটি পোলট্রি ফিড ও ভেটেরিনারি ঔষধের দোকানে অভিযান পরিচালো করা হয়।উল্লেখ যোগ্য যে, মের্সাস ইলমা পোলট্রি ফিড এন্ড মেডিসিন নামক দোকানে বিপুল পরিমাণ (apa linco P, J-floxivet, N-levo vet, pansol-ve, AMI SAL CURE)নামক অবৈধ ঔষধ পাওয়া যায়।দোকানের পরিচালকের নাম মোঃআশরাফুল ইসলাম ভূইয়া।তার দোকানে যে ঔষধ গুলো পাওয়া গেছে,তার কোনো প্রকার লাইসেন্স নাই,যা অবৈধ ঔষধ নামে পরিচিত।দায়িত্বরত কর্মকর্তা ঔষধ কোম্পানি ও ক্যাশ মেমো দেখতে চাইলে কোন কিছু সে দেখাতে পারেনি।স্থানীয় দোকানদার গন বলেন অবৈধ ঔষধের ব্যবসা করে বিপুল টাকার মালিক হয়েছেসে।দোকানদার গন আরো বলেন অবৈধ ঔষধ কালীগঞ্জ তথা সারা গাজীপুরে ব্লু-প্লেক্স নামক কোম্পানি (apa linco P,Pansol vet) নামক ঔষধ, অমর নামের সেলসম্যান ক্যাশমেমো ছাড়া দীর্ঘদিন যাবত বিক্রি করে যাচ্ছে।তার কাছ থেকে ঔষধ নিয়ে প্রতারিত হচ্ছে ভুক্তভোগী দোকানদারেরা।ঔষধ প্রতারণা চক্রের মূল হোতা এই অমর নামের সেলসম্যান।উপস্থিত ব্যবসায়ীরা তার কঠিন শাস্তির দাবি জানায় প্রশাসনের কাছে।
আরো তিনটি দোকানের লাইসেন্স ও অবৈধ ঔষধ রাখার কারনে তাদেরকে জরিমানা করা হয়।
চারটি দোকানে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট(সহঃকমিশনার ভূমি কালীগঞ্জ উপজেলা)শাহিনা আক্তার ও সার্বিক সহযোগিতা করেন সহকারি পরিচালক ঔষধ প্রশাসন(গাজীপুর জেলা) মোঃআহসান হাবিব।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভেজাল ঔষধের ডিলার গাজীপুরের প্রশাসন নিরব

আপডেট টাইম : ০৯:৩৯:০৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

ভেজাল ঔষধের সমাহার গাজীপুর ছবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
মানবদেহের পুষ্টির জন্য প্রয়োজন আমিষ তবে তা হতে হবে নিরাপদ ও স্বাস্থসম্মত। নিরাপদ আমিষ উৎপাদন করতে হলে, প্রাণির প্রয়োজন নিরাপদ ঔষধ ও প্রয়োজনীয় খাদ্য।এসব দিক বিবেচনায় রেখে দেশের বিভিন্ন স্থানের ভেটেরিনারি ওষুধের দোকানগুলিতে নজরদারি বাড়িয়েছে ঔষধ প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬শে জুলাই) নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের লক্ষ্যে প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও সরকার অনুমোদিত নয় এমন ঔষধ বিক্রি রোধে উপজেলা প্রশাসন কালীগঞ্জ ও ঔষধ প্রশাসন গাজীপুরের উদ্যোগে বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে চারটি পোলট্রি ফিড ও ভেটেরিনারি ঔষধের দোকানে অভিযান পরিচালো করা হয়।উল্লেখ যোগ্য যে, মের্সাস ইলমা পোলট্রি ফিড এন্ড মেডিসিন নামক দোকানে বিপুল পরিমাণ (apa linco P, J-floxivet, N-levo vet, pansol-ve, AMI SAL CURE)নামক অবৈধ ঔষধ পাওয়া যায়।দোকানের পরিচালকের নাম মোঃআশরাফুল ইসলাম ভূইয়া।তার দোকানে যে ঔষধ গুলো পাওয়া গেছে,তার কোনো প্রকার লাইসেন্স নাই,যা অবৈধ ঔষধ নামে পরিচিত।দায়িত্বরত কর্মকর্তা ঔষধ কোম্পানি ও ক্যাশ মেমো দেখতে চাইলে কোন কিছু সে দেখাতে পারেনি।স্থানীয় দোকানদার গন বলেন অবৈধ ঔষধের ব্যবসা করে বিপুল টাকার মালিক হয়েছেসে।দোকানদার গন আরো বলেন অবৈধ ঔষধ কালীগঞ্জ তথা সারা গাজীপুরে ব্লু-প্লেক্স নামক কোম্পানি (apa linco P,Pansol vet) নামক ঔষধ, অমর নামের সেলসম্যান ক্যাশমেমো ছাড়া দীর্ঘদিন যাবত বিক্রি করে যাচ্ছে।তার কাছ থেকে ঔষধ নিয়ে প্রতারিত হচ্ছে ভুক্তভোগী দোকানদারেরা।ঔষধ প্রতারণা চক্রের মূল হোতা এই অমর নামের সেলসম্যান।উপস্থিত ব্যবসায়ীরা তার কঠিন শাস্তির দাবি জানায় প্রশাসনের কাছে।
আরো তিনটি দোকানের লাইসেন্স ও অবৈধ ঔষধ রাখার কারনে তাদেরকে জরিমানা করা হয়।
চারটি দোকানে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট(সহঃকমিশনার ভূমি কালীগঞ্জ উপজেলা)শাহিনা আক্তার ও সার্বিক সহযোগিতা করেন সহকারি পরিচালক ঔষধ প্রশাসন(গাজীপুর জেলা) মোঃআহসান হাবিব।