খুলনা বিভাগে করোনা কেড়ে নিল আরও ৪৬ জনের মৃত্যু
- আপডেট টাইম : ০৯:২৩:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
খুলনা জেলা বাবুল হাওলাদার।।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে এক হাজার ৪৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, যশোরে দুজন, বাগেরহাটে দুজন, সাতক্ষীরায় একজন, যশোরে দুজন, নড়াইলে দুজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চারজন করে মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু হয়; এক হাজার ১৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা একই রকম থাকলেও বেড়েছে শনাক্ত।
এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৩ জনের দেহে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ২৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৯৬৩ জন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।