ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

খুলনার পাঁচ হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৮ জনের মৃত্যু

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:২১:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • / ২৪৬ ৫০০০.০ বার পাঠক

স্টাফ রিপোর্টার,খুলনা॥
খুলনা মহানগরীর সরকারী ও বেসরকারী পাঁচটি হাসপাতালে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় ১৪ জন এবং উপসর্গে চার জন মারা যান। এদিন করোনায় মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে খুলনার ১০ জন, ঝিনাইদহের দুই জন, বাগেরহাটের এক জন এবং নড়াইল জেলার একজন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আওতাধীন ২০০ শয্যা বিশিষ্ট খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে চার জনের মৃত্যু হয়েছে। করোনয় মৃতদের দুইজন খুলনা মহনগরীর সদর থানাধীন রায়পাড়া ও টুটপাড়া এলাকার এবং অন্য দুইজন ঝিনাইদহ জেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগী রয়েছেন ১০৯ জন। এর মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়োলো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন ও এই্চডিইউতে ১৩জন চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০জন ও ডিসচার্জ দেয়া হয় ছয় জনকে।

২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের করোনর ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন খুলনা মহানগরীর দৌলতপুরের পাবলা এলাকার, একজন বাগেরহাটের ফকিরহাট ও আর একজন নড়াইল জেলার কালিযা উপজেলা এলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৪৫। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৩৬ জন। এরমধ্যে আইসিইউতে আছেন ১০ জন।

২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগরীর হাজী মহসীন রোড এলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৮০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৩৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন তিন জন রোগী ও ডিসচার্জ দেয়া হয় চার জনকে।

বেসরকারী গাজী মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে চার জনন রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের একজন খুলনার ডুমুরিয়া উপজেলার এবং অন্য তিজন খুলনা মহানগরীর টুটপাড়া, ধর্মসভা ও দৌলতপুর এলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৯১জন। এর মধ্যে আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে পাঁচ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯জন এবং সুস্থ হয়ে ফিরে গেছেন আট জন।

বেসরকারী খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক জানান, গত ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন খুলনা মহানগরীর বাগমারা মেইন রোড এলাকার এবং আর একজন খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া এলাকার বাসিন্দা ছিলেন। এ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৬৯ জন। কোভিড আইসিইউতে সাত জন, এই্চডিইউতে পাঁচ জন, নতুন ভর্তি ১৩জন এবং ডিসচার্জ দেয়া হয়েছে ১১ জনকে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

খুলনার পাঁচ হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৮ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:২১:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ জুলাই ২০২১

স্টাফ রিপোর্টার,খুলনা॥
খুলনা মহানগরীর সরকারী ও বেসরকারী পাঁচটি হাসপাতালে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় ১৪ জন এবং উপসর্গে চার জন মারা যান। এদিন করোনায় মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে খুলনার ১০ জন, ঝিনাইদহের দুই জন, বাগেরহাটের এক জন এবং নড়াইল জেলার একজন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আওতাধীন ২০০ শয্যা বিশিষ্ট খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে চার জনের মৃত্যু হয়েছে। করোনয় মৃতদের দুইজন খুলনা মহনগরীর সদর থানাধীন রায়পাড়া ও টুটপাড়া এলাকার এবং অন্য দুইজন ঝিনাইদহ জেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগী রয়েছেন ১০৯ জন। এর মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়োলো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন ও এই্চডিইউতে ১৩জন চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০জন ও ডিসচার্জ দেয়া হয় ছয় জনকে।

২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের করোনর ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন খুলনা মহানগরীর দৌলতপুরের পাবলা এলাকার, একজন বাগেরহাটের ফকিরহাট ও আর একজন নড়াইল জেলার কালিযা উপজেলা এলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৪৫। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৩৬ জন। এরমধ্যে আইসিইউতে আছেন ১০ জন।

২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগরীর হাজী মহসীন রোড এলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৮০। বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৩৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন তিন জন রোগী ও ডিসচার্জ দেয়া হয় চার জনকে।

বেসরকারী গাজী মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে চার জনন রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের একজন খুলনার ডুমুরিয়া উপজেলার এবং অন্য তিজন খুলনা মহানগরীর টুটপাড়া, ধর্মসভা ও দৌলতপুর এলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৯১জন। এর মধ্যে আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে পাঁচ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯জন এবং সুস্থ হয়ে ফিরে গেছেন আট জন।

বেসরকারী খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক জানান, গত ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন খুলনা মহানগরীর বাগমারা মেইন রোড এলাকার এবং আর একজন খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া এলাকার বাসিন্দা ছিলেন। এ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগী রয়েছেন ৬৯ জন। কোভিড আইসিইউতে সাত জন, এই্চডিইউতে পাঁচ জন, নতুন ভর্তি ১৩জন এবং ডিসচার্জ দেয়া হয়েছে ১১ জনকে।