সৈয়দপুরে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রেনের দুই যাত্রী গুরুতর আহত হয়েছে
- আপডেট টাইম : ০৪:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
সৈয়দপুরে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রেনের দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।
সারফারাজ হোসেন
আহত যাত্রীরা হলেন, নীলফামারী ডোমারের রিমন (২৩) ও জলঢাকার মারুফ (২২)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ের পাইকারী ফল মার্কেটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে সৈয়দপুর রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় ‘খুলনা মেইল’ নামের ওই ট্রেনটি। শহরের ফল মার্কেটে ট্রেনটি পৌছালে সেখানে দাঁড়িয়ে থাকা বিক্রম ফল ভান্ডারের কাভার্ড ভ্যানের পেছনের খোলা দুই পাল্লার সাথে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রীদ্বয়ের সজোরে ধাক্কা লাগে। এতে ট্রেন থেকে ছিটকে মাটিতে পড়ে যায় রিমন ও মারুফ নামের ওই দুই যাত্রী। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, ওই ঘটনায় বিক্রম ফল ভান্ডারের মালিক শাহ আলম ও কাভার্ড ভ্যানের চালক হাফিজুল ইসলামকে আসামী করে একটি মামলা হয়েছে। এসআই শাহজাহান আলী মন্ডল নিজে বাদী হয়ে ওই মামলাটি করেছেন।