বাঘায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ৬ জনকে অর্থদণ্ড
- আপডেট টাইম : ০৫:০০:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ২৩৭ ৫০০০.০ বার পাঠক
বাঘা (রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর বাঘায় শনিবার (২৪জুলাই ) সকাল ১১ টার দিকে বাঘা বাজার সহ বিভিন্ন মোড়ে মাস্ক না থাকা , মটরবাইকে ৩জন আরোহণ ,হেলমেট না থাকা ও বিনাপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি করায় অভিযান চালিয়ে ৬ টি মামলায় মোট ২ হাজার ৯ শত টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ।
এছাড়াও উপজেলার বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। লকডাউন ফলপ্রসূ করার উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক বিহীন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করছেন এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে-কোন গন্তব্যে যাচ্ছে উত্তর ফলপ্রসূ না হলে তাদেরকে বাড়ীর উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অতীব জরুরী পন্য যেমন ,ঔষধের দোকান, কাঁচাপন্য, মুদি দোকান ব্যাতীত সকল দোকান বন্ধ থাকতে দেখা গেছে । বিশেষ লকডাউনে সাধারণ মানুষের আনাগোনাও ছিলো কম ।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান বলেন,চলমান লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে আজ বাঘা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা আনুসারে ৬ জনকে ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়৷ জনস্বার্থে এধরণের অভিযান চলমান থাকবে।