সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জেলে নিহত
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০২:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ২৮৮ ৫০০০.০ বার পাঠক
সিলেট থেকে রিপোর্ট।।
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। এর আগে সকালে উপজেলার করচা হাওড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে করচা নামের হাওড়ে মাছ ধরতে যান দুই জেলে। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান। তাৎক্ষণিক অন্য জেলেরা তাদের মরদেহ বাড়িতে পৌঁছে দেন।
বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বজ্রপাতে দুই জেলের মৃত্যুর খবর জেলা অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে তাদের পরিবারকে সরকারি সহায়তা দেয়া হবে।
আরো খবর.......