খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৪৭ জনের
- আপডেট টাইম : ০৯:৪৪:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ২২৫ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, ওমর ফারুক খুলনা ॥ খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে অক্রান্ত হয়েছে এক হাজার ৬৩৯ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় মোট আক্রান্ত হন ৭৮ হাজার ৪০ জন। মৃত্যু হয়েছে মোট এক হাজার ৭৭২ জনের। সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৯৬১জন।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আμান্ত হয়ে খুলনায় ১৬ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় একজন, যশোরে চারজন, নড়াইলে একজন, মাগুরায় তিনজন, ঝিনাইদহে চার জন, কুষ্টিয়ায় ১০ জন, চুয়াডাঙ্গায় চার জন এবং মেহেরপুর জেলায় তিন জনের মৃত্যু হয়েছে।
বিাভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় করোনভাইরাসে নতুন করে আক্রন্ত হয়েছে খুলনা জেলায় ৪৫৯ জন, বাগেরহাটে ৮৮ জন, সাতক্ষীরায় ৯২জন, যশোরে ২৯৮ জন, নড়াইল জেলায় ৪৩ জন, মাগুরায় ৭৬ জন, ঝিনাইদহে ৯৪ জন, কুষ্টিয়ায় ২৭৩ জন, চুয়াডাঙ্গায় ১৩১জন ও মেহেরপুর জেলায় ৮৫জন।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের কয়েক দিনের দেয়া মৃত্যুর তথ্যে দেখা যায়, খুলনা বিভাগে ১৪ জুলাই ৩৬ জন, ১৩ জুলাই ৪৮ জন, ১২ জুলাই ৪৮জন, ১১জুলাই ৬০ জন, ১০ জুলাই ৪৬ জন, ৯ জুলই এযাতকালের কালের রেকর্ড ৭১ জন, ৮ জুলাই ৫১ জন, ৬ জুলাই ৪০জন, ৫জুলাই ৫১ জন, ৪ জুল্ই ৪৬ জন, ৩ জুলাই ৩২ জন, ২ জালাই ২৭ জন এবং ১ জুলাই ৩৯ জন মৃত্যুবরণ করেন। এদিকে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে চলছে নতুন নতুন আক্রান্তের সংখা।