লকডাউন : ঢাকায় একদিনে গ্রেফতার ৫৫২, জরিমানা সাড়ে ১৬ লাখ
- আপডেট টাইম : ০২:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ২৮১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
কঠোর বিধিনিষেধের ১৩তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এছাড়া ১১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। আর ট্রাফিক বিভাগের অভিযানে ৬৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলায় ১৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিধিনিষেধের ১৩তম দিনে অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ। বিকেলে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, লকডাউনের ১৩তম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ট্রাফিক বিভাগ ৬৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে ১৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
এডিসি ইফতেখায়রুল ইসলাম আরও বলেন, সরকার করোনার সংক্রমণরোধে চলমান বিধি-নিষেধ বাস্তবায়নে ১৩তম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও বিধিনিষেধেও প্রতিষ্ঠান খোলা রাখায় ১১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
এর আগে সোমবার (১২ জুলাই) গ্রেফতার হন ৬০৪ জন। ১৬৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৭২৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ১৫ লাখ ৬২ হাজার টাকা।