গাজীেপুরের কোনাবাড়ীতে হরিনাচালা একটি প্যাকেজিং কারখানার আগ্নিকান্ড।
- আপডেট টাইম : ০৭:১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
(মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্টে)
গাজীপুরের কোনাবাড়ীতে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া চারটার দিকে মহানগরের কোনাবাড়ী হরিনাচালা এলাকায় অবস্থিত ইমন প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উক্ত ঘটনায়
আগুনে কাগজের রোল, কার্টন ও যন্ত্র পুড়ে ছাই গেছে। এতে কোনো আহত খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, রাত সোয়া ৪টার দিকে কোনাবাড়ী পারিজাত হরিনাচালা এলাকায় ইমন প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। কারখানাটির মালিক ইসমাইল হোসেন জানান, এতে তার প্রয় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।