গাজীপুরের কাশিমপুর থানায় দুই মাদক ব্যবসায়ীক আটক।
- আপডেট টাইম : ০২:২১:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ২৮৯ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডে ৬০ পিস বিয়ারের ক্যান সহ দুই মাদক ব্যবসায়ীক কে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। আটক দুই ব্যক্তি হলো হাসান আলী ওরফে বাবু (১৯) পিতাঃ আলা মিয়া সাং শৈলডুবি, কাশিমপুর, গাজীপুর, অন্যজন মোঃ ফরহাদ হোসেন (২৪) পিতাঃ মোঃ জালু মিয়া সাং শেলডুবি কাশিমপুর গাজীপুর। মামলা সুত্রে জানা যায়,অদ্য ১১/০৭/২০২১ ইং তারিখে রাত আনুমানিক ২ টার সময় গোপন সুত্রের ভিত্তিতে কাশিমপুর থানার অফিসার মাহাবুবে খোদার নির্দেশনায় উপ পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায় সঙ্গীয় ফোর্স সহ কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডে আটক ব্যক্তির বাসায় অভিযান পরিচালনা করে ৬০ পিছ বিয়ার ক্যান সহ ২ ব্যক্তিকে আটক করে এবং মাদক মামলা আইনে তাদের নামে মামলা রুজু করেন মামলা নং ০৭, আজ বিজ্ঞ আদালতে প্রেরন করবে বলে জানান কাশিমপুর থানা পুলিশ। অবৈধ মাদকের আনুমানিক মুুল্য ২৪ হাজার টাকা। ওসি মাহাবুবে খোদা আরও বলেন মাদকের অভিযান অভ্যাহৃত থাকবে।