গাজীপুরের কোনাবাড়ীতে জোড়া খুনের রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেফতার।

- আপডেট টাইম : ০১:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ২৮২ ১৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট। ।
গাজীপুরে কোনাবাড়ীতে থানাধীন আমবাগ পুর্বপাড়া এলাকায় পরিত্যাক্ত ইটভাটার পাশে বিলের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় ২ জনের মরদেহ উদ্ধারের ৪ দিন পর রহস্য উদাঘটন করেছে পুলিশ। তাদের দুই জনের পরিচয় নিশ্চিতসহ হত্যাকান্ডের মুল আসামীসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দু’জন হলেন- রাসেল প্রধান (২৫) গাইবান্ধার গোবিন্ধগঞ্জের কিসমত দুর্গাপুর মধ্যপাড়া এলাকার মুনসুর আলীর ছেলে। এবং জিএমপি কোনাবাড়ি থানাধীন আমবাগ শাহানা বেকারীর কর্মচারী মোঃ শৈকত সরকার (২৪) বগুড়ার ধুনট থানার শেলমারী এলাকার সাইদুল সরকারের ছেলে। গাজীপুর কালিয়াকৈরের ডাইনকিনি এলাকার খোকন মিয়ার বাড়ির ভাড়াটিয়া তারা।
রোববার (১১ জুলাই) দুপুরে জিএমপি সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান জিএমপি’র উপ-কমিশনার জাকির হাসান।