খুলনা বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু, আক্রান্ত ৭৭২
- আপডেট টাইম : ০৮:১৩:২৭ পূর্বাহ্ণ, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ২৩৪ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার,ওমরফারুক ॥
খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় প্রাণ গেল আরও ৪৬ জনের। এছাড়া একই সময়ে বিভাগের ১০ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭২ জন।
আজ শনিবার (১০জুলাই) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে দেয়া প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় করোনায় অক্রান্ত হয়ে ৪৬ জন রোগী মারা গেছেন। কারোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৯ জন। মৃত্যু হয়েছে মোট এক হাজার ৫৩৩ জনের। সুস্থ হয়েছেন ৪৫ হাজার ২৫২ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনায় ১০ জন, যশোরে ১০জন, নড়াইলে দুইজন, ঝিনাইদহে চারজন, কুষ্টিয়ায় ১৮ জন এবং মেহেরপু জেলায় দুই জনের মৃত্যু হয়েছে।
বিাভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্যে গত ২৪ ঘন্টায় করোনভাইরাসে সংক্রমণ শাণাক্ত হয়েছে খুলনা জেলায় ১৬১ জন, বাগেরহাটে ১২ জন, সাতক্ষীরায় ৩৭জন, যশোরে ২৫১ জন, নড়াইল জেলায় ৩১ জন, মাগুরায় ২৫ জন, ঝিনাইদহে ৩১ জন, কুষ্টিয়ায় ১৭৬ জন, চুয়াডাঙ্গায় সাত জন ও মেহেরপুর জেলায় ৪১ জন।