সাতক্ষীরায় পুলিশে ২০০ টাকা ঘুষ নিতে একজনের মৃত্যু
- আপডেট টাইম : ০৯:২২:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ৩০৭ ৫০০০.০ বার পাঠক
মোঃআকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলায় অসুস্থ বাবার জন্য অক্সিজেন নিতে আসা ওলিউল্লাহকে অক্সিজেন সহ আটক করেন এ এস আই সুভাষ চন্দ্র।লকডাউনের অযুহাত দেখিয়ে দুই ঘন্টা দাঁড় করিয়ে এক হাজার টাকা ঘুষ দাবী করেন এ এস আই সুভাষ চন্দ্র,যৈনক জিয়াউল হকের সমন্বয়ে ২০০ টাকা ঘুষ দিয়ে অক্সিজেন নিয়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায়,অক্সিজেন অভাবে নির্মম ভাবে মৃত্যু হয় রজব আলীর।মৃত রজব আলী সাতক্ষীরা জেলার ইটাগাছা বৈচনা গ্রামের বাসিন্দা।পুলিশ সদস্য সুভাষ অমানবিক কর্মকান্ড করায়,তাকে প্রত্যাহার করেছেন বলে জানাগেছে।উক্ত বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানকে প্রধান করে,তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,প্রাথমিক তদন্তের পর এএসআই সুভাষ চন্দ্রকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।অপর দিকে এ এস আই সুভাষ চন্দ্র ঘুষ গ্রহণের কথা অস্বীকার করেছেন।