মাদারীপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা
- আপডেট টাইম : ০৯:২১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ২৯৬ ৫০০০.০ বার পাঠক
মোঃ মাহামুদুল হাসান প্রতিনিধি।।
মাদারীপুর চাই সচ্ছ ও শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠান এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ৮.০৭.২০২১ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় জুম প্লাটফর্মে বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। ২০২১-২০২২ অর্থ বছরে ১ শত ১০ কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২ শত ৯৬ টাকা ৫ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। যাতে প্রকৃত বাজেট ব্যয় ধরা হয়েছে ১ শত ৩ কোটি ৬৩ লক্ষ ৫৫ হাজার ৪ শত ২৬ টাকা ৭৯ পয়সা এবং প্রস্তাবিত উদ্ধৃত ৬ কোটি ৭১ লক্ষ ৩০ হাজার ৮ শত ৭১ টাকা ২৬ পয়সা। বাজেট ঘোষণার পূর্বে মেয়র পৌরসভার চলমান বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন। এছাড়াও পৌর – বাসীর জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা ব্যক্ত করেন। রাস্তা- ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিবেশসহ নানা বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র, পৌরসভার সচিব, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা – কর্মচারী, সচেতন নাগরিক কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ। উল্লেখ্য, বাজেট ঘোষণা উপলক্ষে গত ২৭.০৬.২০২১ তারিখে প্রাক বাজেট ও মুক্ত আলোচনা সভায় বাজেট সম্পর্কে গণশুনানির আয়োজন করা হয়। যেখানে মাদারীপুরের সর্বস্তরের জনগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। যা বাজেট প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করে।