ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ টঙ্গী থানা মহিলা যুবলীগ সভাপতি নাসরিন এর দাপটে হচ্ছে হত্যা আর অন্যের জমি জবর দখল! নাসরিনকে গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের

কখনও সেনা সদস্য কখনও নৌ কর্মকর্তা পরিচয়ে  প্রতারণা,,

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • / ৪৬২ ৫০০০.০ বার পাঠক

গাজীপুর প্রতিনিধি;মোঃ ইব্রাহিম।।

নাম- রিয়াজুল হক সাং-মিটালু,থানা-শ্রীপুর,জেলা -গাজীপুর।

রিয়াজুল পেশায় একজন সেনাকর্মকর্তা বলে পরিচয় দেন। এবং গাজীপুর,চান্দনা চৌরাস্তা,তেলিপাড়ায় খান সাহেবের বাসায় ভাড়া থাকতেন   তিনি! গত ২০১৬-২০১৮ সাল পর্যন্ত তিনি তেলিপাড়ায় খান সাহেবের বাসায় ভাড়া থাকা অবস্থায় বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।

মোছাঃআফরোজা পেশায় একজন আদর্শবান শিক্ষীকা,এক ছেলে এক মেয়েকে নিয়ে আফরোজার সংসার। রিয়াজুলের ছেলের গৃহ শিক্ষীকা ছিলেন আফরোজা। রিয়াজুলের ছেলের গৃহ শিক্ষীকা হিসেবে  রিয়াজুল এবং তার স্ত্রী আইরিন এর সাথে একটি সু সম্পর্ক গড়ে উঠেছে আফরোজার । এর পর আইরিন এবং আফরোজার মাঝে আর্থিক লেনদেন হয়েছে বেশ  কয়েকবার।  হঠাৎ করে রিয়াজুল এবং তার স্ত্রী আইরিন পূর্ব পরিকল্পিত ভাবে প্রতারনার একটি নীল নকশা তৈরি করেন।  আইরিন আফরোজাকে বলেন রিয়াজুল একটা ব্যাংক থেকে কিছু টাকা লোন উঠাবে। সে জন্য আমাদের কিছু টাকার প্রয়োজন।  আদর্শবান শিক্ষীকা আফরোজা প্রতারক আইরিনের ফাঁদে পা দিয়ে দেন।  ব্রাক ব্যাংক গাজীপুর শাখা থেকে  নিজের নামে উঠানো ১,০০০০০এক লক্ষ টাকা, আফরোজা পার্শবর্তি ভাড়াটিয়া  রুমী,জেসমিন,শাহীনমোল্লার সামনে প্রতারক রিয়াজুল এর স্ত্রী আইরিন এর হাতে তুলে দেন নিজের কাছে থাকা সর্বমোট ১,৩০,০০০এক লক্ষ ত্রিশ হাজার টাকা। টাকা টা নেওয়ার কিছু দিন পর  রাতের অন্ধকারে তেলিপাড়া বাসা ছেঁড়ে পালিয়ে যায় নীল নকশার প্রতারক রিয়াজুল ও তার স্ত্রী আইরিন।একই প্রতারক চক্রের প্রতারনার ফাঁদে পা দেন আরও একটি অসহায় পরিবার। একই পরিকল্পনার প্রতারনার নীল নকশা তৈরি করে তেলিপাড়ার কফিল উদ্দিনের বাসার বাড়াটিয়া মমতাজ বেগমের কাছ থেকে ৭০,০০০(সত্তর হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক রিয়াজুল। খুবই অসহায় পরিবার মমতাজ বেগমের। তিন মেয়ে এক ছেলেকে নিয়ে মমতাজ বেগমের সংসার। মমতাজ বেগমের স্বামী মাইনউদ্দীন এক জন ছোটো খাটো চায়ের দোকানদার।  মমতাজ বেগম শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন বলেন চিকিৎসক। তারপর প্রতারক রিয়াজুল এর মুঠোফোনে রিয়াজুলের সাথে যোগাযোগ করেন মমতাজ বেগমের ছেলে মোঃমামুন। রিয়াজুলের কাছে তার মায়ের পাওনা টাকা ফেরৎ চাইলে প্রতারক রিয়াজুল উল্টো মামুনকে মামলা হামলা এবং প্রাণ নাশের হুমকি দিয়ে ফোন কেটে দেয়।প্রতারক রিয়াজুল এবং তার স্ত্রী আইরিন এর বিরুদ্ধে নিকটস্থ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং উভয়ের বিরুদ্ধে কোর্টে মামলার প্রস্তুতি চলছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কখনও সেনা সদস্য কখনও নৌ কর্মকর্তা পরিচয়ে  প্রতারণা,,

আপডেট টাইম : ০৬:০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

গাজীপুর প্রতিনিধি;মোঃ ইব্রাহিম।।

নাম- রিয়াজুল হক সাং-মিটালু,থানা-শ্রীপুর,জেলা -গাজীপুর।

রিয়াজুল পেশায় একজন সেনাকর্মকর্তা বলে পরিচয় দেন। এবং গাজীপুর,চান্দনা চৌরাস্তা,তেলিপাড়ায় খান সাহেবের বাসায় ভাড়া থাকতেন   তিনি! গত ২০১৬-২০১৮ সাল পর্যন্ত তিনি তেলিপাড়ায় খান সাহেবের বাসায় ভাড়া থাকা অবস্থায় বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।

মোছাঃআফরোজা পেশায় একজন আদর্শবান শিক্ষীকা,এক ছেলে এক মেয়েকে নিয়ে আফরোজার সংসার। রিয়াজুলের ছেলের গৃহ শিক্ষীকা ছিলেন আফরোজা। রিয়াজুলের ছেলের গৃহ শিক্ষীকা হিসেবে  রিয়াজুল এবং তার স্ত্রী আইরিন এর সাথে একটি সু সম্পর্ক গড়ে উঠেছে আফরোজার । এর পর আইরিন এবং আফরোজার মাঝে আর্থিক লেনদেন হয়েছে বেশ  কয়েকবার।  হঠাৎ করে রিয়াজুল এবং তার স্ত্রী আইরিন পূর্ব পরিকল্পিত ভাবে প্রতারনার একটি নীল নকশা তৈরি করেন।  আইরিন আফরোজাকে বলেন রিয়াজুল একটা ব্যাংক থেকে কিছু টাকা লোন উঠাবে। সে জন্য আমাদের কিছু টাকার প্রয়োজন।  আদর্শবান শিক্ষীকা আফরোজা প্রতারক আইরিনের ফাঁদে পা দিয়ে দেন।  ব্রাক ব্যাংক গাজীপুর শাখা থেকে  নিজের নামে উঠানো ১,০০০০০এক লক্ষ টাকা, আফরোজা পার্শবর্তি ভাড়াটিয়া  রুমী,জেসমিন,শাহীনমোল্লার সামনে প্রতারক রিয়াজুল এর স্ত্রী আইরিন এর হাতে তুলে দেন নিজের কাছে থাকা সর্বমোট ১,৩০,০০০এক লক্ষ ত্রিশ হাজার টাকা। টাকা টা নেওয়ার কিছু দিন পর  রাতের অন্ধকারে তেলিপাড়া বাসা ছেঁড়ে পালিয়ে যায় নীল নকশার প্রতারক রিয়াজুল ও তার স্ত্রী আইরিন।একই প্রতারক চক্রের প্রতারনার ফাঁদে পা দেন আরও একটি অসহায় পরিবার। একই পরিকল্পনার প্রতারনার নীল নকশা তৈরি করে তেলিপাড়ার কফিল উদ্দিনের বাসার বাড়াটিয়া মমতাজ বেগমের কাছ থেকে ৭০,০০০(সত্তর হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক রিয়াজুল। খুবই অসহায় পরিবার মমতাজ বেগমের। তিন মেয়ে এক ছেলেকে নিয়ে মমতাজ বেগমের সংসার। মমতাজ বেগমের স্বামী মাইনউদ্দীন এক জন ছোটো খাটো চায়ের দোকানদার।  মমতাজ বেগম শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন বলেন চিকিৎসক। তারপর প্রতারক রিয়াজুল এর মুঠোফোনে রিয়াজুলের সাথে যোগাযোগ করেন মমতাজ বেগমের ছেলে মোঃমামুন। রিয়াজুলের কাছে তার মায়ের পাওনা টাকা ফেরৎ চাইলে প্রতারক রিয়াজুল উল্টো মামুনকে মামলা হামলা এবং প্রাণ নাশের হুমকি দিয়ে ফোন কেটে দেয়।প্রতারক রিয়াজুল এবং তার স্ত্রী আইরিন এর বিরুদ্ধে নিকটস্থ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং উভয়ের বিরুদ্ধে কোর্টে মামলার প্রস্তুতি চলছে।