জলঢাকায় অবৈধ পথে আসা ভারতীয় ছয়টি গরু উদ্ধার,চার চোরাকারবারি গ্রেফতার
- আপডেট টাইম : ০১:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
নীলফামারী রিপোর্টার।।
নীলফামারীর জলঢাকায় ভারতীয় ছয়টি গরুসহ চার চোরাকারবারি চক্রকের সদস্যকে আটক করেছে পুলিশ।সোমবার সন্ধ্যায় জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ডিয়াবাড়ি এলাকা থেকে গরুসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শিমুলবাড়ি ইউনিয়নের আরাজি শিমুলবাড়ি এলাকার খয়ের
উদ্দিনের ছেলে আমিজার রহমান ও পাচার মামুদের ছেলে আলী হোসেন এবং নোয়াখালী
জেলার সোনাইমুড়ি উপজেলার আটগাও এলাকার সালেহ আহমেদের ছেলে ইসমাইল হোসেন ও ভদ্রগাহ এলাকার সফিউল্লাহ এর ছেলে দাউদ হোসেন।
মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, গোপন সংবাদের
ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভুমি) উপস্থিত ছিলেন।
এ ঘটনায় তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানায়
একটি মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ কবির জানান,
অবৈধ ভাবে ভারতীয় এসব গরু আনা হয়েছিলো।
আটক ব্যক্তিদের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে
জেলা কারাগারে প্রেরণ করা হয়।