লকডাউন অমান্য করে বসেছে উলিপুর পশুর হাট
- আপডেট টাইম : ০৪:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥
সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে কুড়িগ্রামের উলিপুরে বসেছে জমজমাট পশুর হাট। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সোমবার দুপুরে সাপ্তাহিক এ হাটে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না কোন মাস্ক।
ইজারাদের পক্ষ থেকে হাত ধোঁয়ার সাবান বা স্যানিটাইজারের কোন ব্যবস্থা লক্ষ্য করা যায়নি। পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি, নেই কোন সামাজিক দুরুত্ব। সব ধরণের বিধিনিষেধ উপেক্ষা করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পশুর হাট বসলেও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এ পরিস্থিতিতে উত্তরের সীমান্তবর্তি জেলা কুড়িগ্রামে করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে।
জানা গেছে, উপজেলার সর্ববৃহৎ এ পশুর হাট বসে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার। করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে নানা বিধি নিষেধ থাকলেও এসবকে বৃদ্ধাগুলি দেখিয়ে নির্বিঘেœ চলছে উলিপুর পশুরহাট। ফলে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দ্রুত করোনা সংক্রমণের আশংকা রয়েছে।
হাটে আসা কয়েক ক্রেতা-বিক্রেতার সাথে কথা হলে তারা বলেন, প্রচন্ড ভ্যাপসা গরমে মুখে মাস্ক রাখা যাচ্ছে না। মাস্ক পড়ে কথা বলতেও সমস্যা হয়। গরুর হাটে স্বাস্থ্য বিধি মেনে চলা খুবই দুষ্কর।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল বলেন, সামনে কোরবানি ঈদকে মাথায় রেখে, হাট ইজারদারদের স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরুত্ব বজায় রেখে সীমিত পরিসরে হাট বসানোর কথা বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, গরুর হাট বন্ধ করার কোন নির্দেশনা নেই। একটু আগে জেলা প্রশাসক (ডিসি) স্যারের সাথে কথা বলেছি। ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য হাটে আমাদের টহল বাহিনী উপস্থিত আছেন।