পাত্রী দেখতে গিয়ে গুনতে হলো জরিমানা
- আপডেট টাইম : ০৩:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ২২৮ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রাম অফিস ॥
বিয়ে নয়, এবার পাত্রী দেখতে গিয়ে বিপাকে পড়েছেন পাত্র। গুনতে হয়েছে নগদ ৫০০ টাকা। সোমবার দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌর খাসমহল রোডের এসিল্যান্ড অফিসের সামনে একটি চায়ের দোকানে মোহাম্মদ সোহেল নামের একব্যক্তি থেকে জরিমানা আদায় করা হয়েছে। সোহেল ছিল পাত্র।
স্বাস্থ্য বিধি না মেনে পাত্র ও পাত্রীর পরিবারের লোকজন নিয়ে চায়ের দোকানে প্রবেশ করার খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ অভিযান চালান। এসময় দোকানীকে ২ হাজার টাকা ও পাত্র মো. সোহেলকে ৫০০ টাকা জরিমানা করেছে।
জানা গেছে, লকডাউনের পঞ্চম দিন সোমবার প্রতিদিনের মত ভ্রাম্যমান আদালত পটিয়ায় অভিযান শুরু করে। তার মধ্যে ইউএনও ফয়সাল আহমেদ ও এসিল্যান্ড নীলুফা ইয়াসমিন চৌধুরী সকাল থেকে উপজেলা ও পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ ৫টি মামলায় ৪ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করে এবং এসিল্যান্ড নীলুফা ইয়াসমিন পৃথকস্থানে অভিযান চালিয়ে ৮০০ টাকা জরিমানা করেছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানিয়েছেন, খাসমহল রোড এলাকায় একটি চায়ের দোকানে স্বাস্থ্য বিধি না মেনে পাত্রী দেখতে গিয়ে পাত্রকে জরিমানা করা হয়েছে। অভিযান চলমান রাখা হবে বলে তিনি জানান।