রূপগঞ্জে এগারো মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আপডেট টাইম : ০৯:৩৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
স্টাফ,রিপোর্টার,নারায়ণগঞ্জ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আনিছ ভূঁইয়া (৫৮) নামে ১১টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আজ শনিবার দুপুরে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আনিছ ভূঁইয়া রূপগঞ্জের বরপা এলাকার মোঃ আমির আলী ভূঁইয়ার ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ব্যবসায়ীক উদ্দেশ্যে চেক ইস্যু করে বিভিন্ন সময় একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকা ঋণ নেয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পাওনাদারগণ গ্রেফতারকৃত আসামির কাছে তাদের পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে। এমনকি পাওনাদারদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভূক্তভোগী পাওনাদারগণ বাদী হয়ে আনিছ ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আনিছ ভূঁইয়ার বিরুদ্ধে সর্বমোট ১১টি সিআর মামলা দায়ের করা হয়। অধিকাংশ মামলার রায়ে আদালত কর্তৃক উক্ত আসামিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।