সারাদেশব্যাপী লকডাউন এর কারণে বিরামপুর আমের বাজারে ধস
- আপডেট টাইম : ০৩:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ৩২৮ ৫০০০.০ বার পাঠক
এস এম মাসুদ রানা (দিনাজপুর) প্রতিনিধি।।বিরামপুরে উপজেলায় গত ১ লা জুলাই থেকে করোনা সংক্রমণের উর্ধগতির কারণে সরকার ঘোশিত কঠোর লকডাউন ও টানা বৃষ্টির হওয়ার আমের বাজারে ধস নেমেছে।
২জুলাই) শুক্রবার উপজেলার অবসরমোড়, কলেজবাজার,বাসষ্ট্যান্ড,নতুনবাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে জানা যায় যে,গত সপ্তাহে লকডাউনের আগে যে আম বিক্রি করত ৪০-৪৫ টাকা কেজিতে সেই আম এখন ২০-২৫ টাকা কেজিতে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।
বাগান মালিক মোরশেদ জাহান চৌধুরী বলেন,
লকডাউনের কারণে দুর দুরান্ত থেকে পাইকাররা না আসায় বাহিরে আম যাচ্ছে না।
সেক্ষেত্রে আম গুলি স্থানীয় ভাবে বিক্রি হচ্ছে কিছুটা। কিন্তু বেশির আম পাইকার না থানায় বাগানের আম বাগানেই থেকে পঁচে যাচ্ছে।
আমের ফুল আসার আগে বাগান মালিকগণরা যে খরচ করছে সেই লকডাউনের কারণে সেই খরচ উঠছে। তারা আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।
খুচরা আম ব্যবসায়ী শ্রী: স্বদেশ চন্দ্র সরকার বলেন-লকডাউনের আগে আমি হাড়িভাঙ্গা আম ৪০টাকা কেজি দরে বিক্রি করছি,কিন্তু গেল কয়েকদিনের কঠোর লকডাউন আর বৃষ্টির কারণে সেই আম ২০টাকা কেজিতে বিক্রি করছি। এছাড়াও গোপাল ভোগ, মিশ্রিভোগ,নেংরা,ফজলি আম ও দেশী জাতের আম বিক্রি করছি ২০টাকা কেজি দরে।