গাঁজাসহ দুইজন গ্রেফতার
- আপডেট টাইম : ০৯:২৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ২৮৫ ৫০০০.০ বার পাঠক
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন-জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত জলুই মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩২) ও কৃষ্ণপুর গ্রামের মোঃ সিদ্দিক আলীর ছেলে মোঃ রহমত আলী (৪২)। শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
এর আগে ১ জুলাই তার নেতৃত্বে মাধবপুর পৌরসভার সেমকো এনার্জি লিমিটেডের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে ৬.১ কেজি গাঁজা, ২টি মোবাইল ও ৪টি সীমকার্ড এবং নগদ ৪ হাজার ৫২৫ টাকাসহ ওই ২ জনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারা মূলে মাধবপুর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।