খুলনা বিভাগে করোনায় প্রাণ গেলো আরও ২৭ জনের
- আপডেট টাইম : ০৯:১৭:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ২৩৮ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যু কানেভাবেই থামছেনা। মৃত্যু পিছু ছাড়ছেনা। করোনাভাইরাসের সংক্রমণ শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়েছে। প্রতিদিন নতুন করে আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে মানুষ। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ১০ জেলায় করোনায় শনাক্ত হয়েছে ১হাজার ২০১ জন।
আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের দেয়া প্রতিবেদনে থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় করোনায় অক্রান্ত হয়ে ২৭ জন মারা গেছেন। কারোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ৫৮ হাজার ৭২১ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১হাজার ১৩৬ জনের। সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৫৪জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলায় ৯ জন, বাগেরহাটে ১ জন, যশোরে ২জন, নড়াইল জেলায় ১ জন, ঝিনাইদহে ৩জন, কুষ্টিয়ায় ৭ জন, চুয়াডাঙ্গায় ৩ জন এবং মেহেরপুরে ১ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দফতরের প্রতিবেদন অনুযায়ী এ সময়ে সাতক্ষীরা ও মাগুরা জেলায় কোন মৃত্যু নেই।
বিাভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্যে গত ২৪ ঘন্টায় করোনভাইরাসে সংক্রমণ শাণাক্ত হয়েছে খুলনা জেলায় ২২৩জন, বাগেরহাটে ৯২জন, সাতক্ষীরায় ৪৯ জন, যশোরে ২৮০ জন, নড়াইল জেলায় ৭৫ জন, মাগুরায় ৪৬ জন, ঝিনাইদহে ১৩২ জন, কুষ্টিয়ায় ১৩৭জন, চুয়াডাঙ্গায় ৯৪ জন ও মেহেরপুর জেলায় ৭৩ জন।
উল্লেখ্য, এর আগে খুলনা বিভাগে ১ জুলাই এযাবতকালের রেকর্ড ৩৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া ৩০ জুন ২৭ জন, ২৯জুন ৩২ জন, ২৮ জুন ৩০ জন, ২৭ জুন ২৮ জন, ২৬ জুন ১৪ জন, ২৫ জুন ২৩ জন, ২৪ জুন ২০ জন, ২৩ জুন প্রথম রেকর্ড সংখ্যক ৩২ জনের মৃত্যু হয়। তার আগেরদিন ২২ জুন মারা যান ২৭ জন।