গাজীপুরের সাংবাদিকের আরেক নাম হান্নান মোল্লা
- আপডেট টাইম : ০৯:১৯:৪৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ২৬৫ ৫০০০.০ বার পাঠক
সুমন ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
গাজীপুরে অনেক সাংবাদিক রয়েছে।
আবার কিছু নামধারী অপসাংবাদিক ও রয়েছে।
যারা চাঁদাবাজি থেকে শুরু করে বিশেষ মহলের যোগসাজশে জমি দখল, বিভিন্ন সরকারি কর্ম-কর্তাদের সাক্ষর জাল করে অবৈধ কাজ পরিচালনা ও অসহায় মানুষকে হেয় প্রতিপন্ন করার মতো অপকর্ম করে আসছে, যে কারনে প্রকৃত সাংবাদিকদের সমাজে লজ্জার শিকার হতে হচ্ছে অহরহ।
তাদের মধ্যে অন্যতম হলেন গাজীপুর সদর উপজেলার জোড় পুকুর এলাকার মোতালেব মন্ডলের ছেলে কথিত সাংবাদিক হান্নান মোল্লা।
দীর্ঘদিন যাবৎ তিনি তার অপকর্মগুলো চালিয়ে যাচ্ছেন।তার বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গাজীপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তার সাক্ষর ও সীলমোহর জাল (নকল) করে ভূমি সেবা প্রার্থীদের জমির পর্চা ও খারিজ সোলেনামা তৈরী করে দেয়ার অভিযোগটি ছিলো টক অব দ্যা টাউন।
ভুক্তভোগী জমির খাজনা পরিশোধ করতে ভূমি তহসীল অফিসে গেলে সাক্ষরটি ধরা পরে। তারপর হান্নান মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।অৎপর গাজীপুর চীফ জুটিসিয়াল ম্যাজিস্টেট আদালত তাকে কারাগারে প্রেরণন করেন।
ভূক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় এ ধরনের কাজ তিনি অনেক করেছেন। নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানো ও মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে হয়রানি করতেন। তিনি নিজে অসংখ্য মামলার বাদী হয়েছেন। সরকারের খাস জমি অবৈধভাবে দখল করেছেন এ কাজে কিছু বিপথগামী সাংবাদিক তাকে সংঙ্গও দিয়েছেন। এর আগে বিভিন্ন গনমাধ্যমে তার এ ঘটনা প্রকাশ করা হয়। এতো কিছুর পরেও কিছুতেই তাকে থামানো যায়নি।
খবর নিয়ে জানা যায় কারাগার থেকে জামিনে বের হয়ে এসে পূর্বের ন্যায় তিনি একই কাজ করে যাচ্ছে। তার পেছনে প্রভাবশালী একটি মহল সহযোগিতা করে যাচ্ছে বলে জানা গেছে। জনসাধারণ তার এই অপকর্মের কারনে দুশ্চিন্তাগ্রস্থ ও ভুক্তভোগীরা ভীত-সন্ত্রস্ত। তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তার বিরুদ্ধে প্রদক্ষেপ নেবার জোর দাবী জানিয়েছেন।
আসলেই নিউজটির তথ্য গুলো প্রমাণ সাপেক্ষে নয়। আমাদের কাগজ মানুষের কথা বলে অনুসন্ধান অপরাধীর চিত্র তুলে ধরবো প্রমুখ