মোংলায় শেখ তন্ময় এমপি’র জন্মদিন পালন
- আপডেট টাইম : ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ৩৫০ ৫০০০.০ বার পাঠক
মোংলা থেকে মোঃওমর ফারুক।।
বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়’র ৩৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৯ জুন মঙ্গলবার মোংলায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্য্যালয়ে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেককাটা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শেখ সারহান নাসের তন্ময় এমপি’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সহ—সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ইমাম হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইজারদার বুলবুল আহমেদ, বেসরকারি ভাবে নির্বাচিত মিঠাখালী ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, বেসরকারি ভাবে নির্বাচিত সুন্দরবন ইউপি চেয়ারম্যান মোঃ ইকরাম হোসেন ইজারদার, বেসরকারি ভাবে নির্বাচিত বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, উপজেলা যুবলীগের সিনিয়র সহ—সভাপতি মোঃ আবুল হোসেন, বিশিষ্ট শিল্পপতি মোঃ আব্দুল জলিল, মহিলা আওয়ামী যুবলীগের সভানেত্রী মানবাধিকার কর্মী সুমীলীলা, কৃষকলীগের সদস্য সচিব বিনয় কৃষ্ণ মন্ডল প্রমূখ। আলোচনা সভায় বক্তারা তরুন প্রজন্মের আইকন শেখ সারহান নাসের তন্ময় এমপি’র নেতৃত্বে তৃণমূলে আওয়ামীলীগের শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে দোয়া—মোনাজাত এবং সবশেষে কেককাটা হয়। উল্লে্যখ্য বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় এমপি ১৯৮৭ সালের ২৯ জুন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ হেলাল উদ্দিন এমপি, মাতার নাম শেখ রুপা চৌধুরী। শেখ তন্ময় এমপি লন্ডন থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে চাকরির মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। শেখ সারহান নাসের তন্ময় ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।