যশোরের শার্শা উপজেলা হাসপাতালের নমুনা সংগ্রহ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
- আপডেট টাইম : ০৯:২৭:০৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ২৮৬ ৫০০০.০ বার পাঠক
বেনাপোল প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলা হাসপাতালের নমুনা সংগ্রহ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। যেখানেই র্যাপিড অ্যান্টিজেন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। তার পাশের রুমে চলছে হাসপাতালের নিয়মিত প্যাথোলজি বিভাগের কাজ। করোনা পরীক্ষা ও প্যাথোলজি বিভাগে আসা রোগীরা রিপোর্ট নেয়ার অপেক্ষায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ও বসে থাকছে। এখানেই কোনো স্বাস্থ্যবিধি নেই। নারী—পুরুষের জন্য পর্যন্ত আলাদা কোন লাইন নেই। রোগী ও ন্থানীয়দের অভিযোগ হাসপাতাল কতৃর্পকেক্ষর অব্যবস্থাপনার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন হয়ে দাড়িয়েছে এখানে কোনো সুস্থ মানুষ এলে করোনায় সংক্রমিত হয়ে বাড়ি ফিরবে। এ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছাড়াও জিন এক্সপার্ট মেশিনে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী যোগাযোগ করা তিনি এটিএন বাংলার ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি। তবে তিনি বলেন হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় ভিড় হচ্ছে। বিকল্প জায়গা খুঁজে কাজ করার চেষ্টা চলছে।