রংপুরে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রণের হার ও মুত্যু
- আপডেট টাইম : ০৪:৫০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ২১৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
রংপুরে প্রতিদিনই করোনা সংক্রণের হার বাড়ছে। জনগণের মাঝে সচেতনতার অভাবেই সংক্রণের হার ও মৃত্যু বাড়ছে। স্থানীয় প্রশাসন সচেতনতামূলক প্রচারাভিযান চালালেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৬৭ জনের দেহে নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জনের দেহের নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৮১২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১১১ জনে দাঁড়াল। এর আগের দিন ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার পর্যন্ত করেনা ডেলিকেডেট হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন ৫৭ জন করোনা আক্রন্ত রোগী। এছাড়া আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন।
সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় বলেন, জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে স্থানীয় প্রশাসনের সাথে স্বাস্থ্য বিভাগ কাজ করছেন।