বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত।
- আপডেট টাইম : ০৪:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ২৮৯ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুর জেলার সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে বিরামপুর থানা পুলিশ অভিযান অব্যাহত। এক মাসে অভিযান চালিয়ে পুলিশের আটক করা ৩১ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। অপরদিকে বিপুল পরিমারণ মাদক উদ্ধার করে ১২টি নিয়মিত মামলা দিয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ২৭ মে থেকে ২৭ জুন পর্যন্ত এক মাসে বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৪৬ বোতল ফেন্সিডিল, ৩৫৮ পিচ ইয়াবা, ২৭৭ পিচ এ্যাম্পল ও বেশ কিছু গাঁজা-হেরোইন উদ্ধার করেছে। এসময় বিরমপুর থানায় ২৫ জন আসামীকে গ্রেফতার করা হয় এবং ১২টি নিয়মিত মামলা রজু হয়েছে। একই সময় পুলিশ মাদক ব্যবসা, সহায়তা, প্ররোচণা ও সেবনের অভিযোগে ৩১ জনকে আটক করলে, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩১ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদÐ প্রদান করেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রুু। এদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবে না। আমি বিরামপুর থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। অবৈধ মাদকদ্রব্য নির্মূলে থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।