ফুলবাড়িতে প্রতিবন্ধী ধর্ষন মামলায় আটক ১ জন।
- আপডেট টাইম : ০৪:২৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ২৯৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ জাহাঙ্গীর আলম, জেলা বিশেষ প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধি ধর্ষন মামলায় শুভো(২৫) নামে একজন কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক শুভো উপজেলা কাজিহাল ইউনিয়নের মীরপুর গ্রামের মোঃ মকসেদুল ইসলামের পুত্র।
মামলা সুত্রে জানাযায়, গত ১২ (জুন) উপজেলার কাজিহাল ইউনিয়নের মীরপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি নারী(২৭)কে ১ নং আসামী দফিরুল ইসলাম(৩২) ২নং আসামী মোঃ জহুরুল ইসলাম(৪২) উভয়ের পিতা-মৃত: রহিম উদ্দিন মন্ডল এবং ৩নং আসামী মোঃ শুভো(২৫) পিতা-মকছেদুল ইসলাম উভয়ের সাং মীরপুর,ফুলবাড়ী,দিনাজপুর।
ভিকটিমকে ১ নং আসামী নিজে ২নং ও ৩নং আসামীর সহযোগীতায় তার নিজবাড়ীতে একা পেয়ে ধর্ষন করেন। সেই সময় দৃষ্টি প্রতিবন্ধির চিৎকারে পার্শবর্তী লোকজন আসলে আসামীগন পালিয়ে যায়।
পরে সেখানে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল হাসান জানান, ধর্ষনের স্বীকার ভিকটিমের ভাই মোঃ আজগার আলী সাগর বাদী হয়ে গত ২৭(জুন) ফুলবাড়ী থানায় একটি ধর্ষন মামলা দ্বায়ের করেন। যার মামলা নং (১২) ২৭/০৬/২০২১ইং ।
মামলা দ্বায়েরের পর এসআই আরিফ এর নেতৃত্বে এসআই আজাদ, এএসআই রফিকুল, এএসআই মাসুদসহ ১০ জন সঙ্গীফোর্স নিয়ে আসামীদের ধরতে মীরপুরে গেলে সেখানে ৩নং আসামী শুভোকে আটক করতে সক্ষম হয়। ১নং আসামী দফিরুল ও ২নং আসামী জহুরুল ইসলাম পালিয়ে যায়। তাদের আইনের আওয়াতায় আনার চেষ্টা চলছে।
মোঃ জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি, দিনাজপুর।