নবীনগর থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা

- আপডেট টাইম : ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ৪৯২ ১৫০০০.০ বার পাঠক
দবাবু কাহারুল স্টাফ রিপোর্ট নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।।
গত ২৪ ঘন্টায় নবীনগর থানার অফিসার ইনচার্জ, জনাব আমিনুর রশিদ এর নের্তৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এসআই/মো. আব্দুল আজিজ শেখ, নবীনগর থানাধীন আলীয়াবাদ দক্ষিনপাড়া জামে মসজিদ সংলগ্ন বড় বাড়ীর পাকা রাস্তার উপর হইতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৩০০০/-টাকাসহ আসামী মোঃ আল আমিন (৩২), পিতা-মোঃ জানু মিয়া স্থায়ী : গ্রাম- আলীয়াবাদ, থানা- নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এই সংক্রান্তে নবীনগর থানার মামলা নং-১৫, তারিখ০২৮/০৬/২০২১ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) রুজু করে।
অপরদিকে এ এস আই/মোঃ এমরান হোসেন নবীনগর পৌরসভার আলিয়াবাদ এলাকা হইতে পুলিশ আইনের ৩৪ ধারায় আসামী মোঃ আশিক (২২), পিতা-কাউসার মিয়া, সাং-সাহেবনগর, থানা- নবী নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এএসআই/মো. আশ্রাফ উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া ৪ ধারায় আসামী ১। জীবন মিয়া (১৪), পিতা-আবু কাশেম, ২। স্বপন সূত্রধর (৩০), পিতা-মৃত সরঞ্জিত, ৩। মোঃ সালাউদ্দিন (২৩), পিতা-মোঃ খায়ের মিয়া, ৪। মোঃ গিয়াস উদ্দিন (৩০), পিতা-গোলাম রাব্বানী, ৫। মহি উদ্দিন (৩৬), পিতা-মৃত খুরশিদ মিয়া, ৬। মোঃ সুমন খন্দকার (৩৩), পিতা-মৃত কবির খন্দকার, ৭। মোঃ বশির (৩২), পিতা-সাজু মিয়া, ৮। মোঃ হাসেম (৪০), পিতা-মৃত আব্দুল হামিদ, ৯। মোঃ ছাদেক মিয়া (৫২), পিতা-মৃত সিদ্দিক মিয়া, সর্ব সাং-লাউর ফতেহপুর
১০। আশিক (২২), পিতা-কাউসার মিয়া, সাং-সাহেবনগর, সর্ব থানা-নবীনগর,জেলা-ব্রাহ্মণবাড়িয়া তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। বিশেষ অভিযান অব্যাহত আছে ।