সংবাদ শিরোনাম ::
দিনাজপুর ৬ আসন এর মাটি ও মানুষের নেতা এমপি শিবলী সাদিক এর নিজ হাতে লেখা কবিতা সকলের মন ভরে দেয়।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ৪০৭ ৫০০০.০ বার পাঠক
নীল নক্ষত্রের ছন্দপতন
সময় বলে সময়ের কন্ঠ
আর আমি বলি বিষন্নতায় ছেয়ে গেছে সারা আকাশ
ফিকে রোদ্দুর আর মেঘে ঢাকা সারা আকাশ
বোবা ভাষায় কথা বলে গর্জনে গর্জনে।
স্বপ্নগুলো আপন আপন ঠিকানায় ফিরে যাবার শেষ গল্পটা বলে গেছে
গোধূলির শেষ বেলায়
আমি চেয়েছিলাম অনেকক্ষণ যতদূর দৃষ্টি যায় বিদায় জানিয়েছি তাদের,
পিছন থেকে কে যেন চিৎকার করে ডাকছে আমায় ফিরে তাকাতেই দেখলাম সেই একবিন্দু পিছুটান আমার,
অতি আপন একটা ভাষা কি যেন চেনা একটা সুর ফিরে এলাম আপন ভিটায়
আর কটা দিন সেই সুরের সাথে বাঁচবো বলে,
এটাইতো জীবন কখনো হাজার চেষ্টা করলেও তার মানে খুঁজে পাওয়া যায় না,
আর জীবন,
পুরোটা সময় এই মানেটা খোঁজার পেছনেই কাটিয়ে দেয়,
বাস্তবতার চা পাতার রং লেগেছে গায়ে
বয়সের সাথে সাথে সেও একদিন মিশে যাবে কুঁচকে যাওয়া শরীরের চামড়ার সাথে,
তবুও ফোকলা দাঁতের হাসি দিয়ে পৃথিবী কে বোঝাতে হবে আমি ভালো আছি,
আজব একটা অভিনয় সারাটা জীবন জুড়ে যেমনটা নেই তাই দেখানোর জন্য কি অদম্য চেষ্টা, যা আছে তা গরমকালে মোটা কম্বল গায়ে দিয়ে ঘুম দেবার মত অবস্থা,
কোনোভাবেই যেন কেউ বুঝতে না পারে,
কষ্টটা যে একটা লজ্জা,
সমাজ নামের মঞ্চে বসবাস করি বলে,
মরতে তো একদিন হবেই বুড়ো হবার আগে হার্ড স্ট্রোক করে মরো
সূর্যটা ওঠার আগে ভোরের শিশির এসে বিদায় জানাবে তোমায়
কিছুটা সুস্থতায় কিছুটা শান্তিতে,
জীবনের গল্প,
থাকলো না হয় বাকি অল্প কিছু মানুষের কল্পনায়।
ভালোবাসায় স্মৃতির পাতায়।
শিবলী সাদিক
২৩/০৮/২০১৯
ধানমন্ডির বাসায় বসে লেখা।
আরো খবর.......