গাজীপুরের কাশিমপুর থানায় ২৪ বছর ফেরারি আসামিকে পুলিশের হাতে আটক।

- আপডেট টাইম : ০৮:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ৪৭৬ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।গাজীপুরের কাশিমপুর থানায় ২৪ বছর ফেরারি হয়েও শেয রক্ষা হলো না গোরফান আলির (৬০) পিতাঃ মৃত আঃ মালেক।সাং এনায়েতপুর থানাঃ কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন। ৪/০৮/১৯৯৭ ইং সালে শিশু ধর্ষণ মামলা হয় মামলা নং ১০ (৮)১৯৯৭ ইং এই গোরফান এর নামে এবং এই মামলায় তার যাবতজীবন সাজা হয় তখন থেকেই তিনি ফেরারি তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সদ্যবেশ ধারন করলেও শেষ রক্ষা করতে পারিনি অবশেষে ওসি কাশিমপুর মাহাবুবে খোদা এবং বিভিন্ন সোর্সের সহযোগীতা ও ওসি নিজের নজরদারীতে আজ ২৬/০৬/২০২১ ইং তারিখে এনায়েতপুর থেকে তাকে আটক করতে সক্ষম হন। এ ব্যাপারে ওসি মাহাবুবে খোদার সাথে কথা বললে তিনি জানান ২৪ বছর ধরে ফেরারি ছিল এই গোরফান আমি নিজেই এই ওয়ারেন্ট ভুক্ত আসামির নজরদারীতে রাখি এবং অনেক ভাবে তাকে নজরদারীতে রেখে আজ তাকে আটক করতে সক্ষম হয়েছি এবং আগামি কাল সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।